ইয়াসির আলীর ব্যাটে বড় রান পায় ধানমন্ডি ক্লাব। এরপর তারা হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমান। মিরপুরে অগ্রণী ব্যাংককে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।মাহফিজুল-মিজানুর জুটিতে ব্রাদার্স

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৮ রান করেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে এই স্কোরটাকেও একদম সহজ বানিয়ে ফেলেছেন ব্রাদার্স ইউনিয়নের মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমান।

দ্বিতীয় ওভারের প্রথম বলে শূন্য রানে ফিরে যান ব্রাদার্সের ওপেনার ইমতিয়াজ হোসেন। এরপর ২৫০ রানের জুটি গড়েন মাহফিজুল ও মিজানুর। ১০ চার ও ৫ ছক্কায় ১২৯ বলে ১৩৬ রান করে মিজানুর রিটায়ার্ড হার্ট হলে এই জুটি ভাঙে।

১২৭ বলে ১১৩ রান করা মাহফিজুল বোল্ড হন রহিম আহমেদের বলে। শাইনপুকুর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৯৬ বলে ৯৫ রানও করেন এই রহিমই। ৭ বল আগেই ৭ উইকেট হাতে রেখে জয় ব্রাদার্স।

গাজী গ্রুপের জয়

আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ১০ উইকেটে হেরে যাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। ভালো শুরুর পরও অগ্রণী ব্যাংককে ২১৬ রানে অলআউট করে তারা। এরপর দলটি জয় পেয়েছে ৪ উইকেটে।

শুরুতে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর হাল ধরেন ইমরুল কায়েস ও অমিত হাসান। ৬১ বলে ৫০ রান করে ইমরুল ও ১১১ বলে ৮৯ রান করে অমিত ফিরে গেলে পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। গাজী গ্রুপের আবদুল গাফফার তিন এবং তোফায়েল আহমেদ ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় নেমে ৪ বলে শূন্য রান করে আউট হয়ে যান গাজী গ্রুপের ওপেনার এনামুল হক। টানা দ্বিতীয় ম্যাচে তাঁর ডাক মেরে ফেরার পর দলকে টেনে নেন সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদ।

৬৪ বলে ৫২ রান করে রবিউল হকের বলে তোফায়েল ক্যাচ তুলে দিলে এই জুটি ভেঙে যায়। সাদিকুরও অবশ্য সেঞ্চুরি তুলতে পারেননি, রুয়েল মিয়ার বলে বোল্ড হওয়ার আগে ৯৬ বলে ৮৯ রান করেন তিনি। এরপর দলকে টানেন শামসুর রহমান, ৭৭ বলে ৩৮ রান করে আউট হন তিনি। ততক্ষণে অবশ্য গাজী গ্রুপের দরকার কেবল ৮ রান।

ইয়াসিরের সর্বোচ্চ ইনিংস

১২১ বলের ইনিংসে ৭ চার ও সমান ছক্কায় ১৪৩ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী। লিস্ট-এ ক্রিকেটে নিজের তৃতীয় শতকের দিন ব্যক্তিগত সর্বোচ্চ রানও করে ফেলেছেন তিনি। তাঁর এমন দুর্দান্ত ইনিংসের সঙ্গে মঈন খানের ৬৩ বলে ৬২ ও জিয়াউর রহমানের ১৮ বলে ৪০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় ধানমন্ডি ক্লাব।

বড় রান তাড়ায় নেমে ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর অবশ্য সাইফ হাসান ও আফিফ হোসেন মিলে দলের আশা বাঁচিয়ে রাখেন। ১৭২ রানের জুটি গড়েন তাঁরা।

তবে সাইফ হাসান ১১২ বলে ৯৫ ও আফিফ হোসেন ৯৬ বলে ৯৮ রানে আউট হলে দলের বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। রেজাউর রহমানের ৩৯ বলে ৪৯ রান কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে রূপগঞ্জ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট হ র রহম ন র পগঞ জ র ন কর

এছাড়াও পড়ুন:

বোলার বল ছুড়তেই স্টেডিয়াম অন্ধকার, এরপর যা হল

নিউজিল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বোলার বল করতে দৌড়েছেন, ব্যাটার তৈরি, এই মুহূর্তে হঠাৎ করে স্টেডিয়ামজুড়ে নেমে এলো অন্ধকার! বিদ্যুৎ বিভ্রাটের এমন অদ্ভুত সময়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে, তৈরি হলো হাস্যকর এক দৃশ্য।

ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটিংয়ে তখন ক্রিজে ছিলেন তাইয়েব তাহির, বল করছিলেন কিউই পেসার জ্যাকব ডাফি। ওভারের চতুর্থ বল করতে গিয়ে পপিং ক্রিজে ঢুকেই বল ছাড়েন ডাফি, আর ঠিক তখনই পুরো স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যায়। অন্ধকারে বল হাতছাড়া হয়ে যায়, এবং সোজা চলে যায় সীমানার বাইরে।

তাইয়েব তাহির দ্রুত স্টাম্প ছেড়ে সরে যান, কিন্তু বল কোন দিক দিয়ে এল, বুঝে উঠতে পারেননি উইকেটকিপারও। মুহূর্তের বিভ্রান্তি কাটিয়ে দর্শক ও খেলোয়াড়দের মাঝে হাস্যরস ছড়িয়ে পড়ে। ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করে বলতে থাকেন, ক্রিকেট মাঠে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অনেকবার দেখলেও কখনো বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে তা ঘটতে দেখেননি।

pic.twitter.com/7gvtvYkR0C

— urooj Jawed ???? (@cricketfan95989) April 5, 2025

অবশ্য বিদ্যুৎ বিভ্রাটের এই নাটকীয়তা ম্যাচের ফল বদলাতে পারেনি। পাকিস্তান এরপর ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ফলে ৪৩ রানের জয় পেয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।

সম্পর্কিত নিবন্ধ

  • মোনালিসা: চুরি যাওয়া আর ফেরত পাওয়া
  • ভাঙ্গায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
  • ১৪ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লিভারপুল, ২৬ ম্যাচ পর হারল প্রিমিয়ার লিগে
  • আক্কেলপুরে অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ
  • এনরিকে ও ক্যাম্পোসের পিএসজির চারে চার
  • একই রশিতে ঝুলছিল মা ও ছেলের লাশ
  • সিঙ্গাপুর যাচ্ছেন তামিম
  • ২৫ লাখ টাকার স্বর্ণালংকার ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খাইরুল
  • সুপার লিগের টিকিট পাওয়ার লড়াই
  • বোলার বল ছুড়তেই স্টেডিয়াম অন্ধকার, এরপর যা হল