মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া সেঞ্চুরিতে ভর করে দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আল আমিন হোসেনের ফাইফারের দিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়লেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত। 

বিকেএসপিতে শুক্রবার (৭ মার্চ, ২০২৫) টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৮৮ রান করে শাইনপুকুর। তাড়া করতে নেমে ৪৮.

৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।

সর্বোচ্চ ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হন মিজানুর। ১২৯ বলে ১০টি চার ও ৫টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি। ৯৬ বলে দেখা পান শতকের। ১১৪ রান করেন ওপেনার রবিন। ১২৭ বলে ৫টি চার ও ৪টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি। সেঞ্চুরি করেন ১১৭ বলে। 

আরো পড়ুন:

পারভেজের সেঞ্চুরির ম্যাচে লিটন ফ্লপ, আবাহনীর জয়

৩২ বলে ৭৮ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে আলাউদ্দিন জেতালেন পারটেক্সকে

দলীয় ২ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন মিজানুর-রবিন। দুজনে যোগ করেন ২৫০ রান। মিজানুর মাঠ ছাড়লে জুটির পতন হয়। এরপর অধিনায়ক মাইশুকুর রহমান ১৭ ও অলক কাপালি ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। রাহিম আহমেদ নেন ২ উইকেট।

এর আগে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন রাহিম। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন তিনি। ৯৬ বলে ৫টি করে ৪টি ছক্কার মারে এই রান করেন রিনি। এ ছাড়া রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন।

ব্রাদার্সের হয়ে আল আমিন হোসেন একাই নেন ৫ উইকেট। ১০ ওভারে ৫০ রান দিয়ে এই উইকেটগুলো নেন আল আমিন। এ ছাড়া ২ উইকেট নেন অলক কাপালি।

ঢাকা/রিয়াদ/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ, দেখুন ছবিতে

ছবি: জাহিদুল করিম

সম্পর্কিত নিবন্ধ