মার্চের আন্তর্জাতিক বিরতিতে বড় দুই পরীক্ষা অপেক্ষা করছে ব্রাজিল ফুটবল দলের সামনে। বিশ্বকাপ বাছাইপর্বে বাজে শুরু করা ব্রাজিল ঘরের মাঠে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ও ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

ওই দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সান্তোসে ফিরে সেরা ফর্মে ফেরার লড়াইয়ে থাকা নেইমারকে রাখা হয়েছে ব্রাজিলের চূড়ান্ত দলেও।

প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন তিনি।

ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণার মুহূর্তে টিভি খুলে রেখেছিলেন নেইমার। টিভির সামনে বসে কোচ ডরিভাল জুনিয়রের দল ঘোষণা শোনেন তিনি। সেখানে নিজের নাম দেখে একটি ছবি পোস্ট করে নেইমার লেখেন, ‘ফিরতে পেরে খুবই আনন্দিত।’

নেইমারের আস্থা আছে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ ডরিভালও, ‘নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে কোন প্রশ্ন নেই। সে ফর্মে ফেরার চেষ্টা করছি, আমরা সেটা জানি। একইভাবে তার সামর্থ্য নিয়েও আমাদের সংশয় নেই। মাঠে সে যেকোন পরিস্থিতি উতরে যাওয়ার সামর্থ্য রাখে। দলের কাছে নেইমার মানে কী সেটা প্রকাশ্যে তার সতীর্থরা একাধিকবার বলেছে।’

ব্রাজিলের দল: গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যানসিটি), বেন্তো (আল নাসর)।

ডিফেন্ডার: গিহার্মে আরানা (অ্যাথলেটিকো মিনেরো), দানিলো (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), মার্কুইনোস (পিএসজি), মুরিলো (নটিংহাম ফরেস্ট), লিও ওর্টিজ (ফ্লামেঙ্গো), ভ্যান্ডারসন (মোনাকো), ওয়েসলি (ফ্লামেঙ্গো)।

মিডফিল্ডার: আন্দ্রে (উলভস), জেরসন (ফ্লামেঙ্গো), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জোয়েলিংটন (নিউক্যাসল), নেইমার (সান্তোস), রদ্রিগো গোয়েস (রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা) এস্তেভাও (পালমেইরাস), স্যাভিও (ম্যানসিটি), জোয়াও পেদ্রো (ব্রাইটন), ম্যাথিউস কুনিয়া (উলভস)। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডাম্পিং গ্রাউন্ড নেই, পৌর মিনিবাস টার্মিনালে ভাগাড়

দুই যুগ আগে সিলেটের বিয়ানীবাজার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হলেও ময়লা ফেলার জন্য নিজস্ব ডাম্পিং স্টেশন নেই। এতে পৌর এলাকার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এমনকি বিয়ানীবাজার পৌর মিনিবাস টার্মিনালেও দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি টার্মিনালটি ব্যবহারকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার প্রতিবছরের বাজেটে ডাম্পিং স্টেশন নির্মাণে জমি কিনতে অর্থ বরাদ্দ রাখা হয়। গত কয়েকটি বাজেটে ধারাবাহিকভাবে এ খাতে ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ৫ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। পৌর কর্তৃপক্ষ বাজেটে বরাদ্দ রেখেই তাদের দায় সারছে। কাজের কাজ কিছুই করছে না। পৌর মিনিবাস টার্মিনালসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। 

পৌরসভা সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে মিনিবাস টার্মিনাল এলাকায় ময়লা ফেলছে পৌরসভা। সম্প্রতি মিনিবাস টার্মিনাল এলাকার পাশাপাশি খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ও কটুখালীপাড় এলাকার লোলাখাদেও ময়লা ফেলা হচ্ছে। নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় পৌরসভার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। 

বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন আলী হোসেন। তিনি বলেন, পৌর শহরে আসতে বিয়ানীবাজার-চন্দরপুর সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু পৌর মিনিবাস টার্মিনাল এলাকায় ফেলা ময়লার গন্ধে যাত্রী ও চালকদের এ সড়ক দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। 

লাসাইতলা ও কদুগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, রহিম উদ্দিনসহ স্থানীয়দের ভাষ্য, অন্যত্র বসবাসের মতো পরিস্থিতি থাকলে পুরো গ্রামের মানুষ এ ময়লার কারণে গ্রাম ছেড়ে চলে যেতেন। তাদের অভিযোগ, গত কয়েক বছর থেকে পৌরসভাকে বারবার প্রতিবাদ জানানোর পরও তারা মিনিবাস টার্মিনালে ময়লা ফেলা বন্ধ করেনি। এতে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনিবাস টার্মিনালটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। 

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব হচ্ছে না জানিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, মানুষের ভোগান্তির বিষয়টি নজরে আসায় বিকল্প পন্থা হিসেবে সিলেট সিটি করপোরেশনের ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সপ্তাহে দুইবার ট্রাকে করে ময়লা নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে সেখানে পৌরসভার ময়লা-আবর্জনা নেওয়া হচ্ছে। এতে পরিবহন খরচ বেশি হচ্ছে, যা পৌরসভার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

সম্পর্কিত নিবন্ধ