জামালপুরে পাঠক, লেখক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণে জমে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। গতকাল বৃহস্পতিবার শহরের বকুলতলা এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা। আজ শুক্রবার সকাল থেকেই শিশু, নারী ও শিক্ষার্থীদের পদাচারণে জমে উঠেছে।

আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি গাড়ি থেকে অনেকগুলো র‍্যাক নামিয়ে একটি স্টলে রাখা হয়েছে। মেলা শেষে র‍্যাকগুলো আবার ওই গাড়িতে তুলে আরেক জায়গায় মেলার জন্য নেওয়া হবে।

আজ সকালে গিয়ে দেখা যায়, মেলায় শিক্ষার্থী, শিশু ও নানা বয়সী মানুষের ভিড়। তাঁদের মধ্যে শিক্ষার্থীরাই বেশি বই কিনছেন। অন্যদিকে মা-বাবার সঙ্গে মেলায় ঘুরতে আসা শিশু-কিশোরেরা প্রিয় লেখকদের বই কিনছে, কেউ কেউ বিভিন্ন লেখকের বই খুলে দেখছে। এখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব বই ছাড়াও অন্যান্য প্রকাশনারও বই রয়েছে। এসব বই ২০–৪০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী চৌধুরী সামিতা তাবাসসুম বলেন, ‘এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, ভ্রাম্যমাণ বইমেলা হচ্ছে। তাই চলে এলাম। সুন্দর খোলামেলা পরিবেশে বইমেলায় এসে অনেক ভালো লাগছে। তাকে তাকে সাজানো বই। ঘুরে ঘুরে তাকের বই দেখছি। এই বইমেলা শিক্ষার্থীদের বইপ্রেমী করে তুলতে সহযোগিতা করবে।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহাম্মেদ বাবার সঙ্গে মেলায় এসেছে। সে বলে, ‘বাবাকে জোর করে মেলায় এনেছি। মেলা ছোট হলেও অনেক সুন্দর। বাবা আর আমি ঘুরে ঘুরে দেখছি। বই পছন্দ হলেই কিনব।’

গতকাল বৃহস্পতিবার শহরের বকুলতলা এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইম ল

এছাড়াও পড়ুন:

শাকিব খানের ‘দরদ’ এবার টিভিতে

শাকিব খান অভিনীত ‘দরদ’গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও বলা হয়েছিল বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে। তবে ভারতে একই সঙ্গে মুক্তি পায়নি। অবশেষে বাংলাদেশে মুক্তির তিন মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পায়। যদিও তার আগে বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিনেমাটি।

নতুন খবর হচ্ছে  অনন্য মামুন পরিচালিত সিনেমাটি এবার দেখা যাবে টেলিভিশনে। চ্যানেল আই এবার সিনেমাটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করছে। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটি প্রচারিত হবে দরদ।

সাইকো থ্রিলার গল্পে নির্মিত হয়েছে দরদ। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। সে একজন সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। তার স্ত্রী ফাতিমা সিনেমার নায়ক সরফরাজ খানের বিশাল ভক্ত। একদিন সরফরাজের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর দুলু মিয়া হয়ে উঠে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় সাইকো হয়ে উঠে।

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ