ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফেব্রুয়ারি মাসের সেরা পরুষ ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য ৩ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ডামাডলে একটি ক্রিকেটময় মাস কেটেছে ফেব্রুয়ারি। এই আসরের পারফরম্যান্স কিছুটা হলেও এই সংক্ষিপ্ত তালিকায় ভূমিকা রেখেছে।

মাস সেরা হওয়ার দৌড়ে আছেন ভারতের ওপেনার শুবমান গিল। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং সদ্যই ওডিআইকে বিদায় বলা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

আইসিসি মেন’স প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি ২০২৫ মনোনীতরা:

আরো পড়ুন:

ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

ম্যাচ ডে’তে রোজা না রাখায় সমালোচিত শামি  

শুবমন গিল:
ফেব্রুয়ারিতে ১০০’র উপর গড়ে ৪০৬ রান করেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান গিল। ওডিয়াইতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিপাক্ষীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ৮৭, ৬০ এবং ১১২ রান করেন, যা ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ জযয়ে সাহাযয় করে। আত্মবিশ্বাসী গিল চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ১০১ রানে অপরাজিত ছিলেন।

গ্লেন ফিলিপস:
নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ফিলিপস ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে শিরোপা জেতান। সেই সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৭ ছক্কায় ৭৪ বলে ১০৬ রানের একটা ইনিংস খেলেন কিউই অলরাউন্ডার। একই প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিনে ৩৯ বলে ৬১ রান করেন এবং প্রতিপক্ষে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে এক চমৎকার ক্যাচে সাজঘরে ফেরান।

স্টিভেন স্মিথ:
স্মিথের ফর্ম চ্যাম্পিয়নস ট্রফিতে আহামরি ছিল না, তবে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হওয়ার পেছনে অনবদ্য ভূমিকা রেখেছেন। প্রথম টেস্টে তিনি ১৪১ রান করেন। দ্বিতীয় টেস্টে ১৩১ রান করে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের জয় এনে দেন, যা তাকে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার এনে দেয়।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর আইস স

এছাড়াও পড়ুন:

রাম চরণের নায়িকা সামান্থা-রাশমিকা?

‘পুষ্পা’খ্যাত পরিচালক সুকুমার ২০১৮ সালে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণকে নিয়ে ‘রাঙ্গাস্থালাম’ নির্মাণ করেন। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। প্রায় ৭ বছর পর এ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সুকুমার। এখানেই শেষ নয়, এতে রাশমিকা মান্দানাও থাকবেন বলে গুঞ্জন উড়ছে!

১২৩ তেলেগুর বরাত দিয়ে পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সুকুমারের পরবর্তী সিনেমার নাম আপাতত ‘আরসি১৭’ রাখা হয়েছে। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অর্থাৎ কেন্দ্রীয় নারী চরিত্রে সামান্থা রুথ প্রভুর অভিনয়ের খবর উড়ছে। তা ছাড়াও শোনা যাচ্ছে, সিনেমাটির আরেকটি চরিত্রে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এখন দুজন অভিনেত্রী যদি সিনেমাটিতে অভিনয়ের চূড়ান্ত সম্মতি দেন, তবে তাদের ভক্তরা আরো বেশি উচ্ছ্বসিত হবেন।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “আধুনিক স্টাইলে দ্রুতগতির একটি অ্যাকশন সিনেমা হবে ‘আরসি১৭’। পরিচালক সুকুমার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকদের কথা মাথায় রেখে এটি নির্মাণের পরিকল্পনা করছেন। ‘ট্রিপল আর’ সিনেমা মুক্তির পর রাম চরণের খ্যাতি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। তার নতুন এই সিনেমা বিশ্বব্যাপী ব্যাপক হিট করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা।”

এ সিনেমার সংগীত পরিচালনা করবেন দেবী প্রসাদ (ডিএসপি)। এর আগেও সুকুমারের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে মিথরি মুভি মেকার্স।

পরিচালক বুচি বাবু নির্মাণ করছেন ‘আরসি১৬’ সিনেমা। বর্তমানে এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাম চরণ। এতে তার বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। সিনেমাটির শুটিং শেষ হলেই ‘আরসি১৭’ সিনেমার শুটিং শুরু করবেন রাম চরণ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ