রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয় লন্ডন প্রবাসী তথ্যপ্রযুক্তিবিদ, কবি ও সম্পাদক রাজ মাসুদ ফরহাদের দুটি কাব্যগ্রন্থ ‘জলের ফুল’ ও ‘বিভাসিত রক্তগোলাপ’ এর প্রকাশনা উৎসব ও  ইফতার মাহফিল।

কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয়েছে প্রতিকথা প্রকাশনা থেকে। শব্দ ও ভাবের আবেশে মোড়ানো এই প্রকাশনা উৎসবে উদ্বোধক ছিলেন কবি শাহীন রেজা। প্রধান অতিথি ছিলেন কবি রেজা উদ্দিন স্টালিন। প্রধান আলোচক ড.

কাজল রশীদ শাহীন।

বিশেষ আলোচক লেখক প্রবাল আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

আরো পড়ুন:

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থ প্রকাশিত

বইমেলায় ‘ভূতের উপহার’

স্বাগত বক্তব্য রাখেন কাব্যগ্রন্থ দুটির প্রকাশক হানিফ রাশেদীন।

কবি শাহীন রেজা বলেন, “কবি রাজ মাসুদ ফরহাদের ‘বিভাসিত রক্তগোলাপ’-এর কবিতাগুলো দুই-তিন লাইনের হলেও অনেক শক্তিশালী, গভীর ভাব ও বোধের উদ্রেক করে। মানুষ কিভাবে দেশের বাইরে থেকে দেশকে, মাটিকে ভালোবাসতে পারে রাজ তার উদাহরণ। তার ‘বিভাসিত রক্তগোলাপ’ কাব্যগ্রন্থে শব্দ নিয়ে খেলা করার বিশেষ আকুতি আছে।”

প্রধান আলোচকের বক্তব্যে ড. কাজল রশীদ শাহীন বলেন, “রাজ মাসুদ ফরহাদ তার কাব্যগ্রন্থদ্বয়ে কবিতার আঙ্গিকে গল্প বলেছেন। যে গল্প সময়ের কথা বলেছে। যে গল্পের ভেতরে অতীত কথা বলেছে। আবার কখনো কবিমনে ক্রোধ, আবেগ ও ভালোবাসার কথা বলেছে।”

তিনি আরো বলেন, “ফরহাদ তার প্রথম দুটি কাব্যগ্রন্থের মাধ্যমে কবিতা অঙ্গনে শক্তিশালী পদচারণার সূচনা করেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে কবি রেজা উদ্দিন স্টালিন বলেন, “ফরহাদের এই দুটি বই প্রথম। তিনি বেশ প্রস্তুতি নিয়ে এসেছে বলে মনে হয়। পাঠককে আকৃষ্ট করার মতো রাজ মাসুদের একটা শক্তি আছে। দেশ-মাতৃকার টানে বারবার দেশের মাটির সংস্পর্শে আসার গুরুত্ব একজন কবির কবিতা জীবনে অনেক। আশা করি তিনি দেশের টানে, মা ও মাটির টানে সবসময় দেশে আসবেন।”

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, “দেশ থেকে দূরে থেকেও দেশের প্রতি যে আবেগ ভালোবাসা কবি মনে বিচরণ করে তারই ভাবধারা পুষ্ট হয়েছে এই দুটি কাব্যগ্রন্থে।”

রাজ মাসুদ ফরহাদ তার কাব্যগ্রন্থের আলোচনা করতে গিয়ে কবিতা প্রকাশের অনুভূতি ও প্রেরণা নিয়ে বিস্তারিত কথা বলেন। কোন কোন কবির অনুপ্রেরণায় তিনি কবিতা লিখতে উদ্বুদ্ধ হন এবং কী ধরনের কবিতা পড়তে ও রচনা করতে বেশি পছন্দ করেন। পাশাপাশি, কবিতার মাধ্যমে ব্যক্তিগত অনুভূতিকে শৈল্পিকভাবে প্রকাশের ধরন নিয়েও তিনি আলোকপাত করেন। কবি আশা প্রকাশ করেন, তার কবিতা বাংলা সাহিত্যে নতুন ভাষার সূচনা করবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন, রেজওয়ানুল কবির সুমন, ফারজানা এ্যালি, কবি আবু নাসিব।

প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন কবি আবিদ আজম, কবি অনিরুদ্ধ দিলওয়ার, অভিনেতা জাহিদ, কবি মাহমুদ নোমান, বাংলাদেশ টুমরো ফোরামের সাংগঠনিক সম্পাদক নাজিবা ওয়াজিহা মাহবুব, সেলিম আহমেদ, মাযহারুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জ ম স দ ফরহ দ ফরহ দ র অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

পবিত্র রমজান: দেশে দেশে যত আচার-রীতি

বিশ্বব্যাপী সব মুসলমান একই নিয়মে রোজা রাখেন, সাহ্‌রি ও ইফতার করেন। কিন্তু পবিত্র রমজানকেন্দ্রিক আচার-অনুষ্ঠান পালনে মুসলমানদের মধ্যে কিছু ভিন্নতা দেখা যায়। এর কারণ, দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক পার্থক্য। ইন্দোনেশিয়ার মুসলমানরা যে আচার পালন করেন, মরক্কোর মুসলমানরা তা করেন না। এভাবে রমজান যেন হয়ে ওঠে মুসলমানদের ঐতিহ্যবাহী রীতিনীতি চর্চার মাস।

তুরস্কে এখনো তোপধ্বনি দিয়ে ইফতারের ঘোষণা দেওয়া হয়। এটা মধ্যপ্রাচ্য ও সংলগ্ন দেশগুলোর অনেক পুরোনো রীতি। এই আধুনিক সময়ে এসেও ঐতিহ্য থেকে সরে যায়নি প্রাচীন সভ্যতার দেশটি। পয়লা রমজানে ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের সামনে ইফতারের আগে জড়ো হয়েছিলেন হাজারো নারী-পুরুষ। সরকারিভাবে বিতরণ করা হচ্ছিল ইফতারির প্যাকেট। তোপধ্বনির মধ্য দিয়ে ঘোষণা করা হলো, ইফতারের সময় হয়েছে। পরিবারগুলো ঘাসের ওপর মাদুর বিছিয়ে আনন্দ ও সন্তুষ্টির সঙ্গে ইফতার শুরু করল।

ওই দিন আয়া সোফিয়া মসজিদের সামনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংবাদিক ও খ্যাতনামা কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। ৪ মার্চ রাতে প্রথম আলোকে সেই সন্ধ্যার অভিজ্ঞতার কথা জানালেন তিনি, ‘কামান দাগার আগে অনেকটা সময় ধরে ইসলামি সংগীত পরিবেশন হয়েছিল। সংগীতের সুরের মূর্ছনায় একটা মোহনীয় পরিবেশ তৈরি হলো। ব্যাপারটা বিশেষভাবে ভালো লেগেছে।’ সুমন জানান, ঐতিহাসিক এই মসজিদের সামনে উপস্থিত থেকে এত বড় আয়োজনের অংশ হওয়া তাঁর জীবনের এক পরম পাওয়া। সে দিন তিনিও সরকারিভাবে বিতরণ করা প্যাকেট সংগ্রহ করে উন্মুক্ত প্রান্তরে বসে ইফতার করেছেন বলে জানালেন।

তুরস্কে তোপধ্বনি দেওয়ার সময়ই মসজিদের মিনারগুলোতে জ্বালানো হয় ‘কানদিল’ নামের একধরনের বাতি। বাতিগুলো জ্বলতে থাকে সুবহে সাদিক পর্যন্ত। বাতি জ্বালানোর এই ঐতিহ্য বহু পুরোনো। আর তোপধ্বনি কেবল ইফতারের সময় নয়, সাহ্‌রি শুরু ও শেষের সময়ও দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজানকে স্বাগত জানানো হয় ভিন্নধর্মী এক উৎসবের মধ্য দিয়ে। এ উৎসবের নাম ‘হক আল লায়লা’। মূলত শাবান মাসের ১৫ তারিখের পরই ছোট শিশুরা রঙিন কাপড় পরে দলবদ্ধ হয়ে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায়। এ সময় তারা সুর করে বলতে থাকে, ‘তোমার দরজায় এসেছি, আমাদের দুহাত ভরে দাও। আমাদের দিলে আল্লাহও তোমাদের দেবেন।’ তখন গৃহকর্ত্রীরা শিশুদের হাতে চকলেট, বাদাম, কেকসহ নানা উপহার তুলে দেন। সাধারণত আসরের নামাজের পর শিশুরা বের হয় এবং মাগরিব অবধি মিষ্টান্ন সংগ্রহ করে।

আরব আমিরাতে শত বছর ধরে এই হক আল লায়লা উৎসব চলছে। এর মধ্য দিয়ে শিশুরা অন্যকে উপহার দেওয়া এবং ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়।

দুবাইয়ে বসবাসরত প্রবাসী সাংবাদিক কামরুল হাসান বুধবার রাতে প্রথম আলোকে বলছিলেন, সংযুক্ত আরব আমিরাতের লোকেরা নিজেদের সংস্কৃতিকে লালন করতে ভালোবাসেন। রোজার আগে হক আল লায়লা উৎসব তেমনই এক সংস্কৃতি। তবে করোনার পর অনেক ধরনের সামাজিক উৎসবে বদল এসেছে, অথবা সীমিত হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু ধনী দেশ কাতারে ১৪ রমজানে একটি বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। মাগরিবের নামাজের পর শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে মানানসই ব্যাগ নিয়ে বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। এ সময় তারা গায় ‘গারাংগাও’ গান। উপহার হিসেবে পায় মিষ্টি ও চকলেট। এটা মাত্র ওই এক দিনই করা হয়।

প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের লীলাভূমি মিসরে রমজান মাসে বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রঙিন ফানুস ঝুলিয়ে রাখা হয়। মূলত এগুলো লন্ঠন। এসব ফানুস বা লন্ঠন দেশজুড়ে উৎসবের বার্তা আনে।

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় পবিত্র রমজানকে বরণ করার প্রস্তুতি শুরু হয় শাবান মাসের দ্বিতীয় সপ্তাহে। মানুষ রমজানের আগে তাঁদের বাড়িঘর রং করান। ঘরের চারদিক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন, ধুয়েমুছে একেবারে চকচকে করে তোলেন।

ইফতারের পর ইরাকিরা মেহাবেস নামে একটি খেলা খেলে থাকেন। ৫০ থেকে আড়াই শ জন এ খেলায় অংশ নেন। এটা মূলত আংটি লোকানো খেলা। পালা করে একটি দল আংটি লুকিয়ে রাখে। অন্য দলের সদস্যদের ধারণা করতে হয় যে আংটিটি কার কাছে আছে।

জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রমজানের আগে তাঁরা নিজেদের শরীর পবিত্র করার জন্য বিশেষ একধরনের গোসল করে থাকেন। একে বলা হয় পাদুসান। জাভা দ্বীপের মুসলিমদের বিশ্বাস, এই গোসল কেবল শরীর নয়, আত্মাকে পরিশুদ্ধ করে। বাথরুমে শাওয়ার ছেড়ে নয়, এই গোসল করা হয় পাহাড়ি ঝরনা কিংবা কোনো প্রাকৃতিক জলাশয়ে।

দক্ষিণ এশিয়ায় ছোট্ট দেশ মালদ্বীপে ইফতারের পর রাইভারু নামে একধরনের কবিতা পড়া হয়। এটা সাধারণত চার বা ছয় লাইনের হয়। সংশ্লিষ্ট বিভিন্ন লেখা থেকে জানা যায়, সপ্তদশ শতাব্দীতে দেশটিতে রাইভারু ছড়িয়ে পড়ে। সেখানকার মানুষ রাইভারু গাইতে গাইতে ইফতার করেন। কেউ কেউ আবার ইফতারের পর সমবেত সংগীতের মতো এটা আবৃত্তি করেন।

আমাদের ঢাকা শহরে কাসিদা গেয়ে সাহ্‌রির জন্য রোজাদারদের ঘুম থেকে জাগানোর সংস্কৃতি একসময় চালু ছিল। এখন তেমন নেই। রোজাদারদের জন্য যাঁরা এমন ত্যাগ স্বীকার করেন, মিসর ও জর্ডানে তাঁরা মেসাহারাতি নামে পরিচিত। আর মরক্কোয় তাঁদের ডাকা হয় নাফারস নামে। তুরস্কের গ্রামেগঞ্জে দাভুল নামে একধরনের ঢোল পিটিয়ে এই কাজ করা হয়। ঐতিহ্যবাহী তুর্কি পোশাক পরে যে তরুণেরা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁরা বকশিশ পান, এমনকি অনেক পরিবার তাঁদের ডেকে নিয়েই সাহ্‌রি করিয়ে থাকে। বিভিন্ন সূত্র অবলম্বনে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইফতার উৎসবে রাবি শিক্ষার্থীদের মিলনমেলা
  • খুশির খবর দিয়ে মেহজাবীন লিখলেন, ‘কী সুন্দর একটি সকাল’
  • স্মার্টফোনে ঈদ উৎসব
  • জাতীয় নারী ফুটবল দলের অয়ন্তের বাড়িতে উৎসবের আমেজ
  • ঝোঁকের মাথায় অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার বদভ্যাস ত্যাগ করবেন যেভাবে
  • বেড়েছে রোমান্টিক-পারিবারিক গল্পের চাহিদা
  • ঈদ নাটকের প্রস্তুতি, বেড়েছে রোমান্টিক-পারিবারিক গল্পের চাহিদা
  • পবিত্র রমজান: দেশে দেশে যত আচার-রীতি
  • হাফসা মোসলেমের ঈদের গহনায় আভিজাত্য