সিডনিতে মসজিদে হামলার হুমকির অভিযোগে কিশোর গ্রেপ্তার, পরে শর্ত সাপেক্ষে জামিন
Published: 7th, March 2025 GMT
অস্ট্রেলিয়ার সিডনির একটি নতুন মসজিদে হামলার হুমকির অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সে শর্ত সাপেক্ষে জামিন পায়।
গত মঙ্গলবার মসজিদ আল-বাইত আল-ইসলামির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে হুমকিমূলক মন্তব্য পোস্ট করা হয়। মন্তব্যে বলা হয়, ‘আমি এ জায়গাকে ক্রাইস্টচার্চ ২.০ বানাতে যাচ্ছি।’
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। এ হামলায় প্রাণ হারান ৫১ জন মুসল্লি। এ ঘটনার প্রসঙ্গই হুমকিতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবারই মসজিদ কর্তৃপক্ষ হুমকির বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গুরুত্বের সঙ্গে দ্রুত তদন্ত শুরু করে। হুমকির ঘটনায় পুলিশ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থ শহরে বসবাসকারী ১৬ বছর বয়সী এক কিশোরকে গত বুধবার গ্রেপ্তার করে।
পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, হুমকির ঘটনাটিকে তারা অভিযোগ হিসেবে নথিভুক্ত করেছে। এ অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। বুধবার সে শর্ত সাপেক্ষে জামিন পায়। আগামী মাসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি শিশুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলিম সম্প্রদায়ের জন্য এখন আর কোনো হুমকি নেই।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মসজিদে নিরাপদে নামাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা নিশ্চয়তা পেয়েছে।
মসজিদ কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাজহার হাদিদ এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের সম্প্রদায়ও এ দেশের অন্যান্য নাগরিকের মতো নিরাপদ ও সুরক্ষিত বোধ করার অধিকার রাখে।’
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি। রাজ্য সরকারের প্রধান ক্রিস মিনস বলেছেন, এ ধরনের হুমকি তাঁরা সহ্য করবেন না। আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করে এ ধরনের ঘটনা মোকাবিলা করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মসজ দ
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।