জাতীয়তাবাদী ছাত্রদল ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবে ছাত্র সংগঠন দুটি।

ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেলে ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করবে তারা। সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয়াবলি নিয়ে কথা বলবে ছাত্রদল।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে (লিফট-১৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল এনস প ছ ত রদল এনস প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ‘শিশুকে ধর্ষণের’ অভিযোগে বাবা গ্রেপ্তার 

চট্টগ্রামের কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। 

তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বাবার পাশবিকতার দৃশ্য মায়ের পরামর্শে মোবাইলে ধারণ করে রেখেছে ওই শিশুটি। মোবাইলটি পুলিশ জব্দ করেছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে পাষণ্ড বাবাকে আটক করা হয়। শিশুটির বাবা নগরের একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ