জাতীয়তাবাদী ছাত্রদল ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবে ছাত্র সংগঠন দুটি।

ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেলে ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করবে তারা। সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয়াবলি নিয়ে কথা বলবে ছাত্রদল।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে (লিফট-১৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল এনস প ছ ত রদল এনস প

এছাড়াও পড়ুন:

আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান

ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমানপরিবহন–সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি-বিদেশি সব ফ্লাইট চলাচলের ওপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে। বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সন্দেহজনক যেকোনো উড়োজাহাজের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না।

গাড়ি তল্লাশি করছেন ভারতের এক পুলিশ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে, ৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ