মাদক সেবন দেখে ফেলায় নয়, পরকীয়ার জেরে উপড়ে ফেলা হয় দুই চোখ
Published: 7th, March 2025 GMT
মাদক সেবন দেখে ফেলায় নয়, পরকীয়ার জেরে শহিদুল ইসলামের (৬০) দুই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।
এর আগে, গত রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম পুলিশকে জানিয়েছেন, পরকীয়ার জেরে তিনি শহিদুলের চোখ উপড়ে ফেলেছেন। শহিদুল-সাদ্দাম সম্পর্কে খালু-ভাগ্নে।
সংবাদ সম্মেলনে নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘‘ট্রাকচালক সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে তার খালু শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে সাদ্দাম তার প্রথম স্ত্রীকে তালাক দেন। সেই সময় খালুর সঙ্গে পরকীয়ার বিষয়টি সাদ্দামকে জানান তার তালাকপ্রাপ্ত স্ত্রী। এতে ক্ষিপ্ত হন তিনি।
পুলিশ সুপার আরো বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে বকচর করম তেল পাম্পের সামনে শহিদুল ইসলামকে একা পেয়ে দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন সাদ্দাম। এ ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি দল অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’
এর আগে আহতের স্ত্রী হাসনা বেগম অভিযোগ করেছিলেন, মাদক সেবন দেখে ফেলায় শহিদুলের দুই চোখ উপড়ে ফেলেছেন তার বোনের ছেলে সাদ্দাম।
ঢাকা/রিটন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউক্রেনীয় বাহিনীর ওপর রুশ স্পেশাল ফোর্সের হামলা
রাশিয়ার স্পেশাল ফোর্স গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে কুরস্ক অঞ্চলের সুদঝা শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ওপর আকস্মিক হামলা চালিয়েছে। রুশপন্থি সামরিক ব্লগারদের মতে, এই অভিযানটি ইউক্রেনীয় সেনাদের কুরস্ক অঞ্চল থেকে বিতাড়িত করার বৃহৎ অভিযানের অংশ।
গত বছরের আগস্টে হাজারো ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছিল, যা কিয়েভ ভবিষ্যৎ আলোচনায় সুবিধা অর্জন এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে বাহিনী সরাতে বাধ্য করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিল। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আক্রমণ জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লেবেদেভকা গ্রাম পুনর্দখল করেছে এবং ইউক্রেনের সুমি অঞ্চলের নভেনকে গ্রামও দখল করেছে। রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পডোলিয়াকা জানান, রাশিয়ার বিশেষ বাহিনী প্রধান গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে সুদঝার কাছে ইউক্রেনীয় বাহিনীকে পেছন থেকে আক্রমণ করেন।
এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য সৌদি আরবে আগামী সপ্তাহে একটি বৈঠকের আয়োজন হতে যাচ্ছে। সেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য ইউক্রেন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলে শনিবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই শান্তি চাচ্ছে ইউক্রেন। আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব রাখা আছে। এখন কেবল প্রয়োজন দ্রুত সেগুলোর বাস্তবায়ন।
রাশিয়ায় গভীর রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ বিমান বাহিনী রোববার জানিয়েছে, ৮৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আরেকটি উদ্যোগের দিকে এখন সবার নজর। সেটি হলো, আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচকরা। এই বৈঠকের আগে সংশ্লিষ্ট বড় পক্ষগুলো কী ভাবছে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। খবর রয়টার্স ও বিবিসির।