বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপর স্থানীয় সরকার নির্বাচন। সংস্কার তো চলমান ধারা। এটা চলবে, যাতে কোনো দিন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। বাপেরই জন্ম হলো না, তো সন্তানের জন্ম হবে কী করে? আগে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হলে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ রাজশাহী নগরের ভুবনমোহন পার্ক শহীদ মিনারে আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির। এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

সংস্কার করতে কত দিন সময় লাগে, প্রশ্ন তুলে রুহুল কবির বলেন, আজ সংস্কারের কথা যাঁরা বলছেন, এই সংস্কার করতে কত দিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী। কোনো ক্ষমতাশালীর কথা সে শুনবে না। প্রতিষ্ঠান চলবে আইনের গতিতে। এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটার জন্য কত দিন সময় লাগে?

রুহুল কবির আরও বলেন, ‘সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে, এটা মার্চ মাস। নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও নির্বাচনের জন্য একটা মাস দিয়েছিল। বলেছিল ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবারও শুনি কেউ কেউ বলছে—না, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সহায়তা করবে সরকার। আমরা আশা করি, সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সংগত আচরণ করবে। কারণ, ড.

ইউনূস একজন সম্মানিত ব্যক্তি।’

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন—জানতে চেয়ে রুহুল কবির বলেন, ‘এখনো ৯ থেকে ১০ মাস সময় আছে। কেউ কেউ বলছেন, গণপরিষদ নির্বাচন করতে হবে। ভাই, আমরা তো এটা বুঝতে পারছি না। গণপরিষদ করতে হয় এই কারণে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করা হয়। আমাদের তো সংবিধান আছে। শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইনকানুন যুক্ত করেছেন। কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে। অনেকবার সংশোধন হয়েছে। তো গণপরিষদ আসছে কেন? এই কথাগুলো বিভ্রান্তি তৈরি করছে।’

ভারতের সমালোচনা করে রুহুল কবির আরও বলেন, ‘অবাক লাগে যে প্রায় দেখি আমেরিকায় গেলে বাংলাদেশ নিয়ে আলোচনা করে ভারত। ভারত আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। আজকেও সংবাদপত্রে দেখলাম, ভারত যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই? এটি একটি স্বাধীন দেশ নয়? এর একটি স্বাধীন পতাকা আছে, জাতীয় সংগীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথাব্যথা কেন? বাংলাদেশ নিয়ে অন্য দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে?’

ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার দেশের কী হচ্ছে, না হচ্ছে, আমাদের সরকার আছে, বিরোধী দল আছে, জনগণ আছে, আইনকানুন আছে, তারা কথা বলবে। আপনারা কারা যে অন্য দেশের সঙ্গে আলোচনা করবেন? আজ ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। কারণ, হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভারত যা চাইত, শেখ হাসিনা ভারতকে তা-ই দিয়ে দিতেন। এভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেন।’

শেখ হাসিনা লুটেরা ও দস্যু দলের সর্দারনি ছিলেন মন্তব্য করে রুহুল কবির বলেন, ‘হিটলার ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু দেশপ্রেমও ছিল তাঁর। হাসিনা তাঁর কাছ থেকে ফ্যাসিস্ট হওয়া শিখেছিলেন, কিন্তু দেশপ্রেম শেখেননি। তাঁর আমলে কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার? শেখ হাসিনা যা বলতেন, তা-ই হতো। শেখ হাসিনা হচ্ছেন সুপ্রিম কোর্টের ওপরে। শেখ হাসিনা এমন ফ্যাসিস্ট যে তাঁর কথাই সব। আইন-আদালতে যা-ই লেখা থাক, শেষ কথা হচ্ছে শেখ হাসিনা। কোনো কিছুই তিনি মানতেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’–এর সভাপতি আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব মোকছেদুল মোমিন। আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’–এর উপদেষ্টা আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, আশরাফ উদ্দিন বকুল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন পর ব র র জন য ব এনপ সরক র ক ষমত

এছাড়াও পড়ুন:

আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না : নাহিদ ইসলামের বাবা 

“আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না, জনগণ আমাদের কাজ দেখে ভালোবেসে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব।” বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন দল এনসিপির প্রথম পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বদরুল ইসলাম জামির বলেন, “আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পর আরেক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে। এ জন্যই তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ। আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল ‘ক্ষমতা না জনতা - জনতা জনতা’। আমরা ক্ষমতার জন্য দল করিনি, দেশ ও জনগণের সেবার জন্য দল করে জনতার কাতারেই থাকতে চাই। আমাদের দেশে তো নির্বাচন হয় না। নির্বাচনেতো ভোটের প্রতিফলন হয়নি। আর নির্বাচন যখন হয়, তখন দেশের জনগণ কিন্তু মার্কা দেখে ভোট দেয়। জনগণকে অনুরোধ করবো মার্কা দেখে নয়, দলের কাজ দেখে যেন ভোট দেন।”

এনসিপি নড়াইল জেলা শাখার আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক তানজিল আহমেদ, কমিটি উপদেষ্টা নোমান আহমেদ, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহবায়ক আব্দুর রহমান মেহেদী।

চলতি বছরের ২৮ ফেরুয়ারি নতুন দল গঠনের পর নড়াইলে প্রথম জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আনুষ্ঠানিক কোনো সভা অনুষ্ঠিত হলো। 

পরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। 

ঢাকা/শরিফুল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • রাখাইনে ‘মানবিক করিডর’ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত স্থগিতের দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের
  • ট্রাম্প কানাডাকে ‘ভেঙে ফেলতে’ চেয়েছিলেন
  • পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে: প্রধান উপদেষ্টা
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • হামদর্দের গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা
  • প্রশাসক নিয়োগের বিরুদ্ধে রিট, ইউনিয়ন পরিষদটিতে চার মাস ধরে সব সেবা বন্ধ
  • সংসদে সংরক্ষিত আসন, না তৃণমূল রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ?
  • স্বচ্ছতার জন্য ডিএনসিসির প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে:
  • পুনর্বহালের দাবি জানালেন অপসারিত কাউন্সিলররা
  • আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না : নাহিদ ইসলামের বাবা