ভারতীয় র‍্যাপ গানের বরপুত্র ইয়ো ইয়ো হানি সিং। একক অ্যালবাম ছাড়াও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সিনেমার গানে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ম্যানিয়্যাক’। কিন্তু সেই গান নিয়ে শিল্পীর বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ। শুধু অভিযোগ নয়, র‌্যাপারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, তার বিরুদ্ধে নারীদের অশ্লীল ও পণ্য হিসেবে প্রচারের অভিযোগ করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র।

হানির ‘ম্যানিয়্যাক’ গানের কথা নিয়েই আপত্তি তার। তিনি মনে করেন, ‘গানের কথাতে সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যার ফলে সমাজের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘গানের কিছু শব্দ খুবই আপত্তিকর। যা পটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরে এবং নারীদের সামাজিক উন্নতিকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে এই গান।’

অভিযোগের তালিকা থেকে বাদ যাননি গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সঙ্গীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবি।

এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জাননি হানি সিং। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মামলার শুনানি হবে চলতি মাসের শেষের দিকে । এই গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী এষা গুপ্তকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সদ্য প্রয়াত চিকিৎসককে জয় উৎসর্গ করল বার্সা

বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা বলেছেন, দলের চিকিৎসক কার্লেস মিনারোর মৃত্যু শোক খেলোয়াড়দের জয়ের জন্য শক্তি জুগিয়েছে। মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে দারুণ একটা জয় পায় কাতালান ক্লাবটি।

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার জোড়া গোলে বার্সেলোনা ৩-১ ব্যবধানে জয়লাভ করে বেনফিকার বিপক্ষে। তবে এই ম্যাচে কাতালান ক্লাবটির তরুণ উইঙ্গার লামিল ইয়ামাল একাই বেনফিকার নাভিশ্বাস তুলেছিলেন। এই ১৭ বছর বয়সী উইঙ্গার ছিলেন একটা মাইলফকও। দুই লেগ মিলিয়ে বার্সা ৪-১ গোলের আগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে বেনফিকার ডি বক্সে ঢুকে যান ইয়ামাল। রাফিনহার কেবল ট্যাপ-ইন করে গোলটা করলেন। তবে মিনিট দুয়েক পরই কর্নারে দুর্দান্ত এক হেড করে আর্জেন্টাইন তারকা নিকলাস ওতামেন্দি সমতায় ফেরান বেনফিকাকে।

আরো পড়ুন:

দশ জনের বার্সার বিপক্ষে হারল বেনফিকা

পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি

এরপর একের পর এক আক্রমণে বেনফিকার ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দেন ইয়ামাল। বেনফিকার সুইডিশ লেফট ব্যাক স্যামুয়েল দাহল কোনোভাবেই আটকাতে পারছিলেন না ইয়ামালকে। ম্যাচের ২৭ মিনিটে ইয়ামাল আবারও এগিয়ে দেন স্বাগতিকদের। এই গোলের মাধ্যমে দারুণ একটা রেকর্ড গড়ে ফেললেন সদ্যই কৌশর পেরিয়ে আসা এই উইঞগার। চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ট ফুটবলার এখন ইয়ামাল; যার বয়স মাত্র ১৭ বছর ২৪১ দিন। ম্যাচের ৪২ মিনিটে নিজের জোড়া পূরণ করেন রাফিনহা। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১১ গোল করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

এই জয়ের মাত্র তিন দিন আগে বার্সার চিকিৎসক মিনারো মৃত্যুবরণ করেন। মাত্র ৫৩ বছর বয়সী মিনারোর মৃত্যুর কারণ এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে ম্যাচটা চিকিৎসককে উৎসর্গ করতে ভুল করলেন না রাফিনহা, “কার্লেসের মৃত্যুর পর আমরা এই ম্যাচে জয়ের সংকল্প নিয়ে এসেছিলাম।”

ম্যাচে বার্সার পারফরম্যান্সের ব্যাপারে বলতে গিয়ে রাফিনহা আরো যোগ করেন, “বেনফিকা খুব ভালো দল, আমি জানতাম তারা ভালো ট্রানজিশন তৈরি করে, কিন্তু ম্যাচে আমরাই বল নিয়ন্ত্রণ করেছি, এমনকি খেলাটাও। আমরা আরও গোল করতে পারতাম। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছি বলে আমরা খুশি যে আমরা।”

বার্সেলোনার কোচ হানসি ফ্লিকও এই জয়টি মিনারোর স্মৃতিতে উৎসর্গ করেন, “আমি ম্যাচের আগে বলেছিলাম যে আমরা কার্লেসের স্মৃতিকে সম্মান জানাতে চাই। কার্লেস সবসময় আমাদের সাথে থাকবে। সে আমাদের দলের একটা অংশ ছিল।” 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ