ভারতীয় র‍্যাপ গানের বরপুত্র ইয়ো ইয়ো হানি সিং। একক অ্যালবাম ছাড়াও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সিনেমার গানে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ম্যানিয়্যাক’। কিন্তু সেই গান নিয়ে শিল্পীর বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ। শুধু অভিযোগ নয়, র‌্যাপারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, তার বিরুদ্ধে নারীদের অশ্লীল ও পণ্য হিসেবে প্রচারের অভিযোগ করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র।

হানির ‘ম্যানিয়্যাক’ গানের কথা নিয়েই আপত্তি তার। তিনি মনে করেন, ‘গানের কথাতে সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যার ফলে সমাজের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘গানের কিছু শব্দ খুবই আপত্তিকর। যা পটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরে এবং নারীদের সামাজিক উন্নতিকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে এই গান।’

অভিযোগের তালিকা থেকে বাদ যাননি গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সঙ্গীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবি।

এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জাননি হানি সিং। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মামলার শুনানি হবে চলতি মাসের শেষের দিকে । এই গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী এষা গুপ্তকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)

নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট

আইপিএল

গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

পিএসএল

মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি

সম্পর্কিত নিবন্ধ