বিশ্বের দ্রুততম ট্রেনের ‘টাইপ টেস্ট’ চলছে
Published: 7th, March 2025 GMT
চীনের তৈরি বিশ্বের দ্রুততম ট্রেন সিআর৪৫০ বেইজিংয়ের রিং রেলওয়েতে টাইপ টেস্ট পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। ট্রেনটির পরীক্ষামূলক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার এবং বাণিজ্যিক গতি ৪০০ কিলোমিটার, যা এর আগের সিআর৪০০ ফুসিং ট্রেনের চেয়ে ১০০ কিলোমিটার বেশি।
ট্রেনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিআরআরসি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ফেং জানিয়েছেন, সিআর৪৫০ হাই-স্পিড ট্রেন প্রযুক্তি, নিরাপত্তা ও পরিচালনা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
বেশি গতির জন্য ট্রেনের ট্র্যাকশন ক্যাপাসিটি, ডায়নামিক পারফরম্যান্স ও প্যান্টোগ্রাফ সিস্টেম উন্নত করা হয়েছে। এতে ওয়াটার-কুলড পার্মানেন্ট ম্যাগনেট ট্র্যাকশন সিস্টেম, নতুন প্রজন্মের উচ্চ-স্থিতিশীল বগি ও এআই-সমৃদ্ধ মাল্টি-সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এ ট্রেনে আছে ৪ হাজারেরও বেশি সেন্সর, যা ট্রেনের গতিবিধি, কার বডি, ট্র্যাকশন, ব্রেকিং ও অগ্নি শনাক্তকরণ ব্যবস্থা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করে।
হালকা উপকরণ ব্যবহারের ফলে ট্রেনের ওজন ১০ শতাংশ কমেছে এবং চলাচলের সময় বাতাসের প্রতিরোধ কমেছে ২২ শতাংশ। শব্দ কমাতে এতে বিশেষ উপকরণ ও অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা কেবিনের শব্দ ২ ডেসিবেল কমিয়ে দেবে।
সূত্র: সিএমজি
ঢাকা/হাসান/এনএইচ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৃহস্পতিবার সম্পদমূল্য হ্রাসের পর কোন ধনীর সম্পদ কত বাড়ল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণে রীতিমতো ক্ষতবিক্ষত হতে শুরু করেছে বাজার। এই ধাক্কায় গত তিন দিনে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার, মুদ্রা, তেল ও সোনার বাজার পড়ে গেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদমূল্য অনেকটা কমে গেছে।
এর মধ্যেও কিছু ধনীর সম্পদমূল্য বেড়েছে। তবে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০ ধনীর কারও সম্পদমূল্য আজও বাড়েনি। এর মধ্যে ছয় জনের সম্পদ মূল্য অপরিবর্তিত আছে আর বাকি চার জনের কমেছে। এই ১০ জনের মধ্যে আছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ওয়ারেন বাফেট প্রমুখ।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় গতকাল বিকেল পাঁটটা থেকে আজ রোববার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে ইতালির ধনী সান্দ্রো ভেরনোসি অ্যান্ড ফ্যামিলির। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ১১০ মিলিয়ন বা ১১ কোটি ডলার। সার্বিকভাবে তাঁর সম্পদমূল্য ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় ১ হাজার ৯৯৯। অর্থাৎ বেশ নিচের দিকেই তাঁর অবস্থান। ইতালিতে তাঁর হোসিয়ারি ও ল্যানজারি বিক্রির খুচরা বিক্রয় চেইন আছে, যার নাম ওনিভার্স। বিশ্বের ৫৭টি দেশে এই চেইনের ৫ হাজার ৬০০টি দোকান আছে।
সম্পদমূল্য বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অ্যালিস শোয়ার্তজ। ওষুধের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করেন তিনি। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ৬২ মিলিয়ন বা ৬ কোটি ২০ লাখ ডলার। তাঁর মোট সম্পদমূল্য ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ডলার। সামগ্রিকভাবে ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় তাঁর অবস্থান ২০১১তম।
সম্পদমূল্য বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে আছেন আলেসান্দ্রো বেইলার্স গল অ্যান্ড ফ্যামিলি। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ৪৮ মিলিয়ন বা ৪ কোটি ৮০ লাখ ডলার। আলেসান্দ্রোর সঙ্গে তাঁর পাঁচ ভাইও এই সম্পদের মালিক। তাঁরা মূলত পিতার পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী হয়েছেন। আলেসান্দ্রো গ্রুপ ব্যালের প্রেসিডেন্ট। এই গোষ্ঠী বিমা, পেনশন তহবিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমির সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লেই জুন আছেন তালিকায় চতুর্থ স্থানে। অর্থাৎ গতকাল সম্পদ বৃদ্ধির দিক থেকে তিনি ছিলেন চতুর্থ। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ৩৪ মিলিয়ন বা ৩ কোটি ৪০ লাখ ডলার। তাঁর মোট সম্পদমূল্য ৩৮ দশমিক ৮ বিলিয়ন বা ৩ হাজার ৬৮০ কোটি ডলার। সম্পদমূল্যের দিক থেকে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তাঁর অবস্থান সামগ্রিকভাবে ৩৯তম।
প্লাস্টিক পুনর্ব্যবহার উপযোগী করা, যৌগ উপকরণ প্রস্তুতকারক থিও রুসিসের সম্পদমূল্য বেড়েছে ২ দশমিক ৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলার। সম্পদমূল্য বৃদ্ধির নিরিখে তাঁর অবস্থান পঞ্চম। সামগ্রিকভাবে তাঁর সম্পদমূল্য ২ দশমিক ৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় সামগ্রিকভাবে তাঁর অবস্থান ১ হাজার ২৫৪তম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষে শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ২ এপ্রিল এই শুল্ক আরোপের পর বিশ্বের শীর্ষ ৫০০ ধনী গত বৃহস্পতিবার মোট ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ হারিয়েছেন।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি এক দিনে চতুর্থ বৃহৎ পতন। কোভিড-১৯ মহামারির পর এত বড় পতন আর হয়নি। ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে, ব্লুমবার্গ যাঁদের সম্পদের হিসাব রাখে, তাঁদের অর্ধেকের বেশি ব্যবসায়ীর এই পরিণতি হয়েছে সেদিন। গড়ে তাঁদের সম্পদমূল্য ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
ধনীদের সম্পদমূল্য প্রতি মুহূর্তেই বাড়ে বা কমে। মূলত শেয়ারের দামের ওপর নির্ভর করেই প্রতিদিনই তাঁদের সম্পদমূল্যে পরিবর্তন আসে। ফলে বৃহস্পতিবার সম্পদমূল্য হ্রাসের পর আজ আবারও সম্পদমূল্য বেড়েছে এই ধনীদের।