ঢাকার দোহারে জমিসংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার মুন্সিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের মুন্সীকান্দা মৌজায় আবদুর রব মোল্লা প্রায় ৩০ বছর ১২ শতাংশ খাসজমি দখল করে আসছিলেন। গত বছর স্থানীয় শেখ চুন্নু মিয়াসহ ৯ জন বাদী হয়ে ওই জমি দখলমুক্ত করতে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন জমি দখলমুক্ত করে। এতে ক্ষিপ্ত হয়ে গতকার রাতে আবদুল কামাল, আবু কালাম, রাহিম, সুমন মোল্লা, রিফাত, আসলামসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে শেখ চুন্নু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তাঁর পরিবারের লোকজনকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন বলেন, হামলাকারীরা ঘরের আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন। এ ঘটনায় তিনি রব মোল্লাসহ ১১ জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে জানতে অভিযুক্ত আবদুল কামালের সঙ্গে যোগযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। তাঁর স্ত্রী ফারজানা আক্তার বলেন, ‘কামাল এসব করেনি। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে মামলার ষড়যন্ত্র করছে।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই ঘটনায় চুন্নু মিয়ার ছেলে জাকির বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য গ কর

এছাড়াও পড়ুন:

স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, অনিশ্চয়তায় বার্সা-ইন্টার সেমিফাইনাল

স্পেন ও পর্তুগালজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে জনজীবন। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। অনিশ্চয়তায় পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল—বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার প্রথম লেগ।

বার্সেলোনার হোম গ্রাউন্ডে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই হাইভোল্টেজ ম্যাচের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। তবে চলমান পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, বিদ্যুৎ বিভ্রাটে স্পেনজুড়ে ট্রেন চলাচল, বিমান যাত্রা, এবং হাসপাতালসহ জরুরি সেবাসমূহ ব্যাহত হচ্ছে। বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় ইন্টার মিলানের নির্ধারিত মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব কেবল ফুটবলেই নয়, পড়েছে অন্যান্য খেলায়ও। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে গ্রেগর দিমিত্রোভ ও জ্যাকব ফার্নলির মধ্যকার ম্যাচ দ্বিতীয় সেটে এসে স্থগিত হয়ে যায়। পরে পুরো দিনের খেলা বাতিল ঘোষণা করে আয়োজকরা।

এছাড়া, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় সময়মতো যাত্রা শুরু করতে পারেননি।

এখনও পর্যন্ত ম্যাচ সংক্রান্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে তারা জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্পেনে গতকাল রাত থেকে বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদের কিছু অংশে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর জানিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১% বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ