মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলে আটক
Published: 7th, March 2025 GMT
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে আবুল কালামের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ঢুকে মা-বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে ধরে পুলিশে দেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘‘আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছেন। নেশা করতে বাধা দেওয়ায় মা-বাবার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল।’’
তিনি আরো বলেন, ‘‘আহত দুজনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’’
ঢাকা/রূপায়ন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বীমা কোম্পানিতে চলতি দায়িত্বের সিইও নয়
বীমা কোম্পানিতে চলতি দায়িত্বের মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) পদবি ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের সব বীমা কোম্পানিতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, কোনো বীমা কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)’ হিসেবে কাউকে নিয়োগ করা যাবে না।
চিঠিতে বলা হয়, মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব আইডিআরএর অনুমোদন না হওয়া পর্যন্ত একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া যাবে। এ ধরনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)’ পদবি ব্যবহার করতে পারবেন।
আইডিআরএর অনুমোদিত পদ হচ্ছে মুখ্য নির্বাহী কর্মকর্তা। সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনে ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদবি ব্যবহার করা গেলেও বেসরকারি বীমা কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা’ পদই ব্যবহার করতে হবে।
২০২০ সালেও আইডিআরএ এক নির্দেশনায় বলেছিল, তাদের অনুমোদন না দেওয়া পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিতে পারবেন না।