বেসনের সঙ্গে যে যে উপাদান মিশিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন
Published: 7th, March 2025 GMT
যেকোন ঋতুতে ত্বক পরিষ্কার রাখা জরুরি। রোজায় ইফতারি বানাতে বেসনের ব্যবহার কম-বেশি করা হয়ে থাকে। এই উপাদান দিয়েই ত্বক পরিষ্কার করে নিতে পারেন।
বেসন আর পাকা পেঁপে: প্রথমে পাকা পেঁপের শাঁস চামচ দিয়ে মিহি করে নিন। এরপর এক টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট আর এক টেবিল চামচ বেসন একসঙ্গে মেশান। এতে কয়েক ফোঁটা কমলালেবু বা পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই দেখবেন মুখ পরিষ্কার হয়ে গেছে।
বেসন আর গোলাপ জল: এক টেবিল চামচ বেসন আর সম পরিমাণ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে ও হাতে ভালভাবে মেখে রাখুন ১০-১৫ মিনিটের জন্য। তারপর মুখ ধুয়ে নিন।
আরো পড়ুন:
রোজায় ত্বকের যত্নে সহজ টিপস
রোজায় কীভাবে দাঁতের যত্ন নেবেন
বেসন আর চন্দনের গুঁড়া: এক টেবিল চামচ বেসন আর তার অর্ধেক চামচ পরিমাণ চন্দনের গুঁড়ার এক টেবিল চামচ দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।
বেসনের ফেসপ্যাক মুখের উজ্জ্বলতা ফিরিয়ে দেয়। তবে এই ফেসপ্যাক মুখে লাগানোর পরে কোনো অস্বস্তি বোধ করলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলাই ভালো।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম কবে আসবে জানাল গুগল
গুগল সাধারণত আগস্ট মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করে থাকে। তবে এবার নির্ধারিত সময়ের আগেই অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এক সাক্ষাৎকারে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সমীর সমর জানিয়েছেন, আগামী জুনেই অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্ত করা হতে পারে।
সমীর সমরের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম নির্ধারিত সময়ের আগেই উন্মুক্তের পরিকল্পনা করা হয়েছে। সফটওয়্যার উন্নয়নের গতি বাড়াতে নতুন এক পদ্ধতিতে কাজ করছে গুগল, যা সময় বাঁচানোর পাশাপাশি সফটওয়্যারকে আরও স্থিতিশীল করবে।
নতুন এ উন্নয়ন কৌশলটির নাম ট্রাঙ্ক স্টেবল ডেভেলপমেন্ট। এতে সফটওয়্যার প্রকৌশলীরা একসঙ্গে একই কোড শাখায় ছোট ছোট পরিবর্তন যুক্ত করেন। ফলে সফটওয়্যার একীভূতকরণ ও সমন্বয়ের কাজ সহজ হয় এবং চূড়ান্ত সংস্করণ দ্রুত প্রস্তুত করা যায়। প্রচলিত পদ্ধতিতে আলাদা আলাদা ফিচার উন্নয়নের পর তা একসঙ্গে সংযোজন করতে হয়, যা তুলনামূলকভাবে বেশি সময় নেয়।
গুগল ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় ডেভেলপার বেটা সংস্করণ প্রকাশ করেছে। যদিও চূড়ান্ত সংস্করণ আসতে এখনো কয়েক মাস বাকি, তবে সমীর সমরের তথ্যমতে, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ১৬-কে অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রকল্পেও (এওএসপি) স্থানান্তর করা হতে পারে। এতে ডেভেলপাররা তাঁদের যন্ত্রের উপযোগী কাস্টম সংস্করণ তৈরি করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস৩৬০