চট্টগ্রাম সিটি করপোরেশন: অর্থসংকটেও গাড়ি কেনার আয়োজন
Published: 7th, March 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের দেনার পরিমাণ চার শ কোটি টাকার বেশি। আর্থিক সংকটের কারণে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্য তহবিল আর আনুতোষিকের টাকা সময়মতো পরিশোধ করতে পারছে না। আটকে আছে ঠিকাদারদের উন্নয়নকাজের বিলও। এমন আর্থিক দুরবস্থার মধ্যেও একের পর এক গাড়ি কিনছে সংস্থাটি।
এখন পাঁচটি গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সংস্থার চার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং মেয়রের কর্মসূচিতে সাংবাদিকদের আনা-নেওয়ার জন্য এই গাড়িগুলো কেনা হবে। এতে ব্যয় হতে পারে প্রায় তিন কোটি টাকা।
গাড়ি কেনার অনুমতি চেয়ে গত ২১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয় সিটি করপোরেশন। এখনো আনুষ্ঠানিক অনুমতি না পেলেও গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের মাধ্যমে গাড়ির দরদাম যাচাই করে রাখা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের এক কর্মকর্তা। গত বছর ২ কোটি ১৬ লাখ টাকায় চারটি গাড়ি কিনেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন।
দেশের অর্থনৈতিক অবস্থায় সরকারি ব্যয় সংকোচনের জন্য সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখতে ২০২৪ সালের ৪ জুলাই পরিপত্র জারি করে সরকার। এর পরেও গাড়ি কিনতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনে বর্তমানে গাড়ির ব্যাপক সংকট রয়েছে। পর্যাপ্ত গাড়ি না থাকায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তাই সিটি করপোরেশনের নিজস্ব তহবিলের টাকায় গাড়ি কেনা হবে। তবে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি। গাড়িগুলোর দাম বেশি হবে না বলে দাবি করেন তিনি।
তবে সিটি করপোরেশনের অর্থনৈতিক দুরবস্থায় এভাবে গাড়ি কেনার বিষয়ে সমালোচনা করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, আর্থিক সংকটের মধ্যে গাড়ি কেনা একধরনের বিলাসিতা। নাগরিক সেবা যেখানে বিঘ্নিত হচ্ছে, সেখানে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সিটি করপোরেশনের সরে আসা উচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনে বর্তমানে ১৬টি জিপ গাড়ি, ৯টি কার ও ১৭টি ডাবল কেবিন পিকআপ রয়েছে।
তবে সিটি করপোরেশনের অর্থনৈতিক দুরবস্থায় এভাবে গাড়ি কেনার বিষয়ে সমালোচনা করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, আর্থিক সংকটের মধ্যে গাড়ি কেনা একধরনের বিলাসিতা। নাগরিক সেবা যেখানে বিঘ্নিত হচ্ছে, সেখানে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সিটি করপোরেশনের সরে আসা উচিত।তবু চলছে দামি গাড়ি কেনা
বকেয়া বিল পরিশোধের জন্য মেয়রের কাছে প্রায় প্রতিদিনই চিঠি দেন ঠিকাদারেরা। ভবিষ্য তহবিল ও আনুতোষিকের পাওনা টাকা আদায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধরনা দেন অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারী। বর্তমানে সিটি করপোরেশনের দেনা ৪১১ কোটি টাকা।
এ ছাড়া টাকার অভাবে জলাবদ্ধতা নিরসনের কাজ করতে কষ্ট হচ্ছে বলে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে এক অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করেছেন খোদ সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। সরকারের বরাদ্দ দেওয়া পাঁচ কোটি টাকা ঠিক সময়ে না পেয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি। ওই অনুষ্ঠানে মেয়র বলেন, নগরের ১ হাজার ৬০০ কিলোমিটার নালা-নর্দমা পরিষ্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন। কিন্তু ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তা–ও পাননি। এখন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা টাকা নালা-নর্দমা ও খাল পরিষ্কারের কাজে খরচ করতে হচ্ছে।
সমাজ ও নাগরিকের প্রতি দায়বদ্ধতা নেই বলে এভাবে একের পর এক গাড়ি কিনছে সিটি করপোরেশন। এসব কেনাকাটায় স্বচ্ছতার প্রচণ্ড ঘাটতি রয়েছে। নানা অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটে। তাই আর্থিক অবস্থা বিবেচনা করে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। সুজন চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরীআর্থিক সংকটের কারণে সিটি করপোরেশন স্বাভাবিক কাজ চালাতে যেখানে হিমশিম খাচ্ছে, তখন পাঁচটি গাড়ি কেনার অনুমতি চেয়ে গত ২১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডকে ৬টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ছয়জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ রয়েছে। এর আগে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্য দুটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এখন বাকি চারটি গাড়ি কেনা প্রয়োজন।
পাঁচটি গাড়ি কেনার বিষয়ে চিঠিতে বলা হয়, বর্তমানে সিটি করপোরেশনের অঞ্চলগুলোতে কাজের পরিধি আগের তুলনায় বেড়েছে। চারটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্য গাড়ি বরাদ্দ না থাকায় আঞ্চলিক কার্যালয়গুলোতে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে ব্যাঘাত হচ্ছে। এ ছাড়া মেয়রের দৈনন্দিন কর্মসূচিতে গণমাধ্যম কর্মীদের পরিবহনের জন্য করপোরেশনের জনসংযোগ শাখার অধীন একটি মাইক্রোবাস খুব প্রয়োজন। সিটি করপোরেশনের নিজস্ব তহবিলের টাকায় এসব গাড়ি কেনা হবে।
এদিকে গাড়িগুলোর দাম কেমন হবে এবং এ জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে কি না, তা জানতে চেয়ে গত ১১ ফেব্রুয়ারি সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে ৩ মার্চ পর্যন্ত চিঠির উত্তর দেয়নি সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের দুই কর্মকর্তা জানান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্য যেসব গাড়ি কেনা হবে, সেগুলোর একেকটির দাম পড়বে ৬০ থেকে ৬৫ লাখ টাকা। আর গণমাধ্যম কর্মীদের আনা-নেওয়ার জন্য যে গাড়ি কেনা হবে, তারও দাম অন্তত ৬০ লাখের বেশি। অর্থাৎ পাঁচটি গাড়ি কেনায় সিটি করপোরেশনের খরচ হবে প্রায় তিন কোটি টাকা।
এর আগে গত বছর ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রকল্প পরিচালকের জন্য ৬৩ লাখ ৭০ হাজার টাকায় একটি; ৯৫ লাখ ৭৬ হাজার টাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্য দুটি এবং মেয়রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য ৫৬ লাখ ৮০ হাজার টাকায় একটি গাড়ি কেনা হয়েছিল। আর ২০২১ সালে সিটি করপোরেশনের মেয়রের জন্য ১ কোটি ৩০ লাখ টাকায় একটি গাড়ি কেনা হয়।
সুশাসনের জন্য নাগরিকের সুজন চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, সমাজ ও নাগরিকের প্রতি দায়বদ্ধতা নেই বলে এভাবে একের পর এক গাড়ি কিনছে সিটি করপোরেশন। এসব কেনাকাটায় স্বচ্ছতার প্রচণ্ড ঘাটতি রয়েছে। নানা অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটে। তাই আর্থিক অবস্থা বিবেচনা করে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য় সরক র বর দ দ ন র জন তহব ল
এছাড়াও পড়ুন:
সূচকের পতন, কমেছে বেশিরভাগ শেয়ারের দাম
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কিছুটা কমেছে। ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৯টি কোম্পানির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।
আরো পড়ুন:
টেলিস্যাটের সঙ্গে এডিএন টেলিকমের চুক্তি
সিএসইতে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে
এদিন ডিএসইতে মোট ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৪৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮.১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট বেড়ে ৯৪৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৬.৭৫ পয়েন্ট কমেছে ১২ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
সিএসইতে ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক