আলামিন শেখের (৩২) সৌদি আরবে যাওয়ার কথা ছিল; ফ্লাইট আজ শুক্রবার বিকেলে। এ জন্য গতকাল বৃহস্পতিবার রাতে তিনি পরিপাটি হতে সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘনায় তিনি নিহত হয়েছেন।

নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকার যোগানিয়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক আলামিন শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত আলামিন কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের আরোহী দুলু শেখ (২৫), নয়ন শেখ (২০) এবং এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আলামিন শেখ চুল-দাড়ি কাটানোর জন্য প্রতিবেশী নয়ন ও দুলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় যোগানিয়া বাজারে যান। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও এক পথচারী নারী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সেখানে চিকিৎসাধীন।

আলামিনের বাবা মসলে উদ্দিন আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে আমার ছেলের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তা আর হলো না। গতকাল রাতে সে বাজারে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল।’

মসলে উদ্দিন জানান, গতকাল গভীর রাতে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ হাতে পেয়েছেন। আজ জুমার নামাজের পর তাঁকে তাঁকে দাফন করা হবে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ম ন গতক ল

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে গুলি করে হত্যা: থানায় মামলা, অস্ত্র উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ইয়াছিন আরাফাত শাকিলকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান। 

হাবীবুর রহমান জানান, নিহত শাকিলের বাবা মো. সোলাইমান খোকন বাদী হয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে হত্যা মামলা করেন। মামলার এজাহারে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

কালীগঞ্জে ‘পেরেক’ মেরে হত্যা 

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৫), জীবন (২৪) ও মনির হোসেন (২২)। তাদের মধ্যে দুইজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যজনের অবস্থার গুরুতর হওয়ায় পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম ইউনিয়নেন গঙ্গাবর বাজারের পাশের পরিত্যক্ত ডোবার পাশের ঝোঁপ থেকে সেমি অটোমেটিক একটি পিস্তল এবং পিস্তরের সঙ্গে থাকা একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এর আগে ঘটনার পরপরই সোমবার (২৮ এপ্রিল) রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

গত সোমবার (২৮ এপ্রিল) রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার থেকে ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক তরুণকে অপহরণের চেষ্টা করে। এ সময় ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েজন মিলে সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শাকলকে গুলি করে হত্যা করে। এ সময় অস্ত্রের আঘাতে শাকিলের ছোট ভাই মোজাম্মেল হোসেন শুভর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তিন যুবককে ধরে গণপিটনির পর পুলিশে সোপর্দ করে। 

ঢাকা/সুজন/বকুল

সম্পর্কিত নিবন্ধ