কানাডা-মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প
Published: 7th, March 2025 GMT
কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর আরোপিত কঠোর শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৬ মার্চ) এ পদক্ষেপ নেন তিনি। এর আগে, গত মঙ্গলবার উভয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে দেওয়া ট্রাম্পের এ ছাড়ের মেয়াদ শেষ হবে আগামী ২ এপ্রিল।
এর আগে, গত ফেব্রুয়ারিতে কানাডা, মেক্সিকো ও চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
তবে, কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করা শুল্ক গত মঙ্গলবার পর্যন্ত বিলম্বিত করেন। চলতি সপ্তাহের শুরুর দিকে এটি আর বিলম্বিত করতে অস্বীকৃতি জানান তিনি।
এদিকে, চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া পণ্যে শুল্ক আরোপের জবাবে মার্কিন কৃষি পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটনকে জবাব দিয়েছে বেইজিং।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত ফেব্রুয়ারিতে চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদকের প্রবেশ রুখতে বেইজিং কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ তুলে সম্প্রতি তা দ্বিগুণ করেন। এর জবাবে মার্কিন কৃষি পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে চীন।
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টানা চার দফায় বাড়ার পর কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমার কারণে দেশে কিছুটা কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৪৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। আজ জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। টানা চারদফা বাড়ার পর এবার কিছুটা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। গত ২৯ মার্চ থেকে এ দর ছিল। এটি ছিল স্বর্ণের সর্বোচ্চ দর। এ দর কমে এখন হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর এক লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।