নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভারতীয় টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমন অভিযোগ করেন এই অভিনেত্রী।
দেবচন্দ্রিমা বলেন, “আমি বাধ্য হয়ে এই ভিডিও বানাচ্ছি। কারণ খুব ভয় পেয়েছি। ‘অরিন্দম’ নামে একটি ছেলে, যাকে আমি ইনস্টাগ্রামসহ সমস্ত জায়গায় ব্লক করেছি। আমি নিশ্চিত সে মানসিকভাবে সুস্থ নয়। সে নিজেকে আমার ফ্যান বা হেটার্স কোনো কিছু বলেই দাবি করে না। আমি নিজেও বুঝতে পারি না সে কি। সেই ছেলেটি আমার বাড়ি চলে আসে; দরজা ধাক্কা দিয়ে বলে, ‘আমাকে ভেতরে যেতে দাও, দেবচন্দ্রিমার সঙ্গে দেখা করব।’ আমি জানি না, মানুষের এত সাহস কী করে হয়।
এটা প্রেমঘটিত কোনো বিষয় নয় বলে দাবি করেন দেবচন্দ্রিমা। তার ভাষায়, “কখনো কখনো ভালোবেসে কাছ থেকে দেখার জন্য কেউ বাড়ি চলে আসে। কিন্তু আমার মনে হয় না এটা ভালোবাসা বা তার কোনো রূপ। ছেলেটিকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। আমি এখন রীতিমতো নার্ভাস হয়ে পড়েছি।”
আরো পড়ুন:
কেন এক বছর কথা বলেননি কারিনা-করন?
তারা কেন দুটো করে ঘড়ি পরেন?
নানাভাবে উত্যক্ত করে অভিনেত্রীর জীবন খারাপ করে দিয়েছে ছেলেটি। এ তথ্য উল্লেখ করে দেবচন্দ্রিমা বলেন, “ছেলেটি আমার ডিজাইনারকে ফোন করে হুমকি দিয়েছে। আমি কী জামা পরব সেটা নিয়েও হুমকি দেয়। নমিতাকে (ডিজাইনার) বারবার ফোন করে বিরক্ত করে। আমাদের সবার জীবন একদম খারাপ করে দিয়েছে ছেলেটা। ভাগ্য ভালো ওর কাছে আমার ফোন নাম্বারটা নেই। নাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত।”
পুরো ঘটনা নিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দেবচন্দ্রিমা। এ বিষয়ে তিনি বলেন, “আমি আজ বাধ্য হয়ে ছেলেটির সঙ্গে কথা বলি এবং কল রেকর্ড করি। আমার উপর চিৎকার করতে থাকে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এখন কলকাতায় একা। পুলিশে অভিযোগ করেছি। সে হয়তো কারো বাড়ির ছেলে, সন্তান। আমি চাই না কারো ক্ষতি হোক। কিন্তু এরপরও যদি এমন কোনো ঘটনা ঘটে তার জন্য আমি দায়ী থাকব না।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অবৈধভাবে বাংলাদেশে ঢুকে দিনমজুরের কাজ করা ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে থেকে সতীশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৮ মার্চ সন্ধ্যায় উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার সীমান্ত পিলার ৪৩৬/২ এস সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সতীশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবেন রায়ের ছেলে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতীশ রায় ১৫-২০ দিন আগে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/নাঈম/রাজীব