তরুণীটি দেখতে শত বছর আগে আঁকা ছবির মতো
Published: 7th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী তরুণী রাইলি ম্যাডিসন ল্যাডনার। বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে তিনি অনলাইনে পোস্ট করেন। হঠাৎ টিকটকে অচেনা এক ব্যক্তির কাছ থেকে তিনি একটি ম্যাসেজ পান। ওই ম্যাসেজে লেখা ছিল, তিনি দেখতে হুবহু ১৯০৯ সালে এক শিল্পীর আঁকা একটি ছবির মতো!
বার্তাটি পেয়ে হতবাক হলেও রাইলি বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি। কিন্তু পরপর আরও কয়েকটি বার্তা পাওয়ার পর বিষয়টিকে আর পাত্তা না দিয়ে থাকতে পারেননি এই তরুণী।
ম্যাডিসন এ বিষয়ে খোঁজখবর শুরু করেন। কয়েক দিন খোঁজখবর করতেই ‘অ্যাট দ্য ড্রেসিং টেবিল’ নামের একটি ছবিতে আঁকা নারীর চেহারার সঙ্গে নিজের চেহারার অদ্ভুত সাদৃশ্য দেখতে পান। রাশিয়ার চিত্রশিল্পী জিনাইদা সেরেব্রিয়াকভ ওই ছবি এঁকেছেন। রাইলি আগে কখনো এই ছবির কথা শোনেননি।
ছবিতে একজন তরুণীকে দেখা যাচ্ছে। ওই তরুণী একটি ড্রেসিং টেবিলের সামনে বসে তাঁর লম্বা চুল আলতো করে উঁচু করে ধরে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন। রাইলি ওই ছবি পেছনে রেখে একই রকম ভঙ্গি করে একটি ভিডিও তৈরি করে অনলাইনে পোস্ট করেন।
রাইলি বলেন, ‘এটা খুবই ভয় পাওয়ার মতো, প্রায় গা-ছমছম করে ওঠার মতো বিষয়। কারণ, এটা অনেকটাই হুবহু আমার মতো। ছবিটি দেখতে অনেক আধুনিক, তাই আমি যখন জানতে পারলাম এটা ১০০ বছরের বেশি পুরোনো, আমি খুবই অবাক হয়েছিলাম।’
রাইলি ভিডিওটি পোস্ট করার পর অনেকে বলতে শুরু করেন, ছবিতে থাকা তরুণীর পুনর্জন্ম হয়েছে এবং রাইলিই ওই তরুণী। এ তত্ত্বে প্রভাবিত হয়ে ছবিটি যিনি এঁকেছেন, তাঁর সঙ্গে ডিএনএ পরীক্ষার কথাও ভেবেছিলেন।
রাইলি বলেন, ‘মজা করার জন্য হলেও আমি ডিএনএ টেস্ট করতে রাজি। আমি জানতে খুবই আগ্রহী, আসলেই কোনো সম্পর্ক আছে কি না, নাকি এটি একটি কাকতালীয় ঘটনা।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ট কর
এছাড়াও পড়ুন:
তরুণীটি দেখতে শত বছর আগে আঁকা ছবির মতো
যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী তরুণী রাইলি ম্যাডিসন ল্যাডনার। বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে তিনি অনলাইনে পোস্ট করেন। হঠাৎ টিকটকে অচেনা এক ব্যক্তির কাছ থেকে তিনি একটি ম্যাসেজ পান। ওই ম্যাসেজে লেখা ছিল, তিনি দেখতে হুবহু ১৯০৯ সালে এক শিল্পীর আঁকা একটি ছবির মতো!
বার্তাটি পেয়ে হতবাক হলেও রাইলি বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি। কিন্তু পরপর আরও কয়েকটি বার্তা পাওয়ার পর বিষয়টিকে আর পাত্তা না দিয়ে থাকতে পারেননি এই তরুণী।
ম্যাডিসন এ বিষয়ে খোঁজখবর শুরু করেন। কয়েক দিন খোঁজখবর করতেই ‘অ্যাট দ্য ড্রেসিং টেবিল’ নামের একটি ছবিতে আঁকা নারীর চেহারার সঙ্গে নিজের চেহারার অদ্ভুত সাদৃশ্য দেখতে পান। রাশিয়ার চিত্রশিল্পী জিনাইদা সেরেব্রিয়াকভ ওই ছবি এঁকেছেন। রাইলি আগে কখনো এই ছবির কথা শোনেননি।
ছবিতে একজন তরুণীকে দেখা যাচ্ছে। ওই তরুণী একটি ড্রেসিং টেবিলের সামনে বসে তাঁর লম্বা চুল আলতো করে উঁচু করে ধরে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন। রাইলি ওই ছবি পেছনে রেখে একই রকম ভঙ্গি করে একটি ভিডিও তৈরি করে অনলাইনে পোস্ট করেন।
রাইলি বলেন, ‘এটা খুবই ভয় পাওয়ার মতো, প্রায় গা-ছমছম করে ওঠার মতো বিষয়। কারণ, এটা অনেকটাই হুবহু আমার মতো। ছবিটি দেখতে অনেক আধুনিক, তাই আমি যখন জানতে পারলাম এটা ১০০ বছরের বেশি পুরোনো, আমি খুবই অবাক হয়েছিলাম।’
রাইলি ভিডিওটি পোস্ট করার পর অনেকে বলতে শুরু করেন, ছবিতে থাকা তরুণীর পুনর্জন্ম হয়েছে এবং রাইলিই ওই তরুণী। এ তত্ত্বে প্রভাবিত হয়ে ছবিটি যিনি এঁকেছেন, তাঁর সঙ্গে ডিএনএ পরীক্ষার কথাও ভেবেছিলেন।
রাইলি বলেন, ‘মজা করার জন্য হলেও আমি ডিএনএ টেস্ট করতে রাজি। আমি জানতে খুবই আগ্রহী, আসলেই কোনো সম্পর্ক আছে কি না, নাকি এটি একটি কাকতালীয় ঘটনা।’