শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
Published: 7th, March 2025 GMT
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ড.
এছাড়া, সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অবৈধভাবে বাংলাদেশে ঢুকে দিনমজুরের কাজ করা ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে থেকে সতীশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৮ মার্চ সন্ধ্যায় উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার সীমান্ত পিলার ৪৩৬/২ এস সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সতীশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবেন রায়ের ছেলে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতীশ রায় ১৫-২০ দিন আগে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/নাঈম/রাজীব