রান-সেঞ্চুরিতে আরও অনেকেই এগিয়ে থাকতে পারেন, তবে ভিভ রিচার্ডসের মহিমার কতটুকুই বা বোঝা যায় ওসব সংখ্যায়! পুঁচকে অ্যান্টিগা থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা ভিভ রিচার্ডস কোথায় বাকিদের সঙ্গে আলাদা হয়ে যান? এই লেখায় এর উত্তর খুঁজতে চেয়েছেন উৎপল শুভ্র। যেটিকে বলতে পারেন জন্মদিনে রিচার্ডসকে দেওয়া নৈবেদ্য।
ভিভ রিচার্ডস কেন ভিভ রিচার্ডস?
শুধুই কি স্ট্রোক প্লের জন্য? তা ক্রিকেট ইতিহাস যুগে যুগে স্ট্রোক প্লেয়ার তো কম দেখেনি। ভিভ রিচার্ডসের ব্যাটিংয়ে স্ট্রোক প্লের ঔদ্ধত্য প্রথমেই নজর কাড়ত সত্যি, কিন্তু শুধু স্ট্রোক প্লের কারণেই ভিভ রিচার্ডস ভিভ রিচার্ডস হননি। তাহলে কিসের জন্য হয়েছেন? ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান গ্রাহাম থর্পকে আমি রান-টানের জন্য মনে রাখিনি। মনে রেখেছি ভিভ রিচার্ডস সম্পর্কে আসল কথাটা বলার জন্য, ‘একটি বলও খেলার আগেই প্রতিপক্ষের শিরদাঁড়ায় ভয়ের স্রোত বইয়ে দেওয়ার মতো প্রতিভা, কারিশমা ও সামর্থ্য ছিল তাঁর।’
মনে রাখতে বলি, কথাটা কোনো ফাস্ট বোলারকে নিয়ে হচ্ছে না। হচ্ছে একজন ব্যাটসম্যানকে নিয়ে! সত্তর ও আশির দশক এত বড় বড় সব ব্যাটসম্যানকে দেখেছে, যাঁদের পুরোভাগেই সুনীল গাভাস্কার। সেই গাভাস্কার যখন বলেন, ‘ও বোলারদের মানসিকভাবে ধ্বংস করে দিত.
রান-সেঞ্চুরি সে তো অনেক ব্যাটসম্যানই করে। কিন্তু ‘শিরদাঁড়ায় ভয়ের স্রোত', 'বোলারদের মানসিকভাবে ধ্বংস করে দেওয়া’ এসব কথা কজন ব্যাটসম্যানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে! জেফরি ডুজনের কথাটা এখনো কানে বাজে, ‘সব সময়ই দেখেছি, নতুন ব্যাটসম্যান এলে ফিল্ডাররা দুই পা এগিয়ে আসে। একমাত্র ভিভ নামলেই সবাই দুই পা পিছিয়ে যেত।’
ওয়েস্ট ইন্ডিজের মেরুন রঙের টুপিটা গর্ব নিয়ে পরতেন ভিভ রিচার্ডসউৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন র জন য
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারগার থেকে বের হওয়ার পরপরই তাকে মারধর করেছে ছাত্র-জনতা।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ কারা ফটকের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।”
আরো পড়ুন:
ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক
মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ওই যুবকদের আবদুল আজিজকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ আজ ছাড়া পাচ্ছেন- এমন খবর জানতে পেরে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। আবদুল আজিজ যখন কারাগার থেকে মুক্ত হয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ধরেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন ছাত্র-জনতা।
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে আজ করাগার থেকে ছাড়া পান আবদুল আজিজ।
ঢাকা/অদিত্য/মাসুদ