গত কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। চলতি বছরে তাদের প্রেম পরিণয় পাওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দিন আগে ভেঙে গেছে এ জুটির সম্পর্ক।  

বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তামান্নার নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির সঙ্গে। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ২০১২ সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। গুঞ্জন ছড়ানোর পর মুখে কুলুপ এঁটেছিলেন উভয়ই।

 

তবে পরবর্তীতে এ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন তামান্না। কিন্তু সেটা কয়েক বছর পর। তামান্না বলেছিলেন, “সত্যি মানুষের কোনো ধারণা নেই; যা খুশি তাই বলে। আমরা একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। আমরা সেই সময়ে হয়তো চার-পাঁচটা কথা বলেছিলাম। তারপর আমাদের কোনো কথাই হয়নি।”

 

পাকিস্তানি এক ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল তামান্নার। ২০১৭ সালে দুবাইয়ের এক গহনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তামান্না। সেখানে উপস্থিত ছিলেন আবদুল রাজ্জাক। সেই দোকানে দাঁড়িয়ে দু’জন ছবিও তুলেছিলেন। পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। দুবাইয়ে রাজ্জাকের সঙ্গে বাগদান সেরেছেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল।

 

এর আগে এক মার্কিন চিকিৎসকের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার। এ গুঞ্জনের খবর তামান্নার কানেও পৌঁছেছিল। পরে বিষয়টি নিয়ে তামান্না বলেছিলেন, “কখনো অভিনেতা, কখনো ক্রিকেটার, কখনো চিকিৎসক। এসব শুনলে মনে হয়, হাতে থলে নিয়ে বাজারে বেরিয়েছি বর খুঁজতে। আমি ভালোবাসায় বিশ্বাস করি। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের আজেবাজে কথা ছড়ালে তা মেনে নিতে পারব না।”

 

২০১০ সালে মুক্তি পায় ‘পাইয়া’ সিনেমা। এতে তামিল অভিনেতা কার্থির সঙ্গে দেখা যায় তামান্নাকে। বড় পর্দায় এ জুটির রসায়ন দর্শকদের মনে ধরেছিল। তারপর কার্থি-তামান্নার প্রেমের সম্পর্ক নিয়ে জোর চর্চা শোনা যায়। কার্থির সঙ্গে সম্পর্ক রয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তামান্না বলেছিলেন— “অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব আমাকে নিয়ে যা কিছু রটছে, সেই ধোঁয়াশা স্পষ্ট করে দেওয়া। কার্থির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার ভালো বন্ধুও নয়। কার্থি আমার সহকর্মী মাত্র।”

 

বিজয়ের সঙ্গে প্রেম ভাঙার আগে এক পডকাস্টে তামান্না জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে প্রেমঘটিত কারণে দু’বার আঘাত পেয়েছেন। তবে সম্পর্ক ভেঙে গেলেও কোনো প্রাক্তন প্রেমিককে ঘৃণা করেন না তিনি। বরং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন।

 

এ বিষয়ে তামান্না ভাটিয়া বলেন, “আমার প্রথম সম্পর্ক যখন ভেঙেছিল, তখন আমার বয়স কম। সম্পর্ক ভাঙার পর মনে হয়েছিল আমার অনেক কিছু জানা ও পাওয়ার বাকি রয়েছে। দ্বিতীয় সম্পর্ক পরিণত বয়সে ভাঙে। সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না। দীর্ঘকাল তার সঙ্গে কাটানো যেত না। সম্পর্কের প্রথম দু’-এক সপ্তাহে যে সমস্যাগুলো দেখা দেয়, পরে সেই সমস্যাই বড় আকার ধারণ করে। তাই কখনো এগুলো এড়িয়ে যেতে নেই। সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির উপদেশ নেওয়া উচিত নয়।”

 

সম্পর্ক নিয়ে স্পষ্ট বিশ্বাস লালন করেন তামান্না। এর আগে এই অভিনেত্রী বলেন, “জীবনে মানুষের আসাযাওয়া চলতেই থাকে। তারা কোনো না কোনো কারণে জীবনে আসে। তাদের এই আসাযাওয়াই আমাদের কিছু শিখিয়ে দিয়ে যায়। সেই অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের আরো ভালো করে চিনতে পারি। বিচ্ছেদ হলে যন্ত্রণা হবে। সেই যন্ত্রণা মেনে নিয়ে সেখান থেকে সরেও আসতে হবে। কয়েক বছর পর সেই স্মৃতিগুলো মনে পড়লে নিজেরাই হাসব। তবে আমাদের জীবনে এমন একজন সত্যিই আসে যে আমাদের নিজেদের মতো গ্রহণ করে নেয়। আমরা যেমন ঠিক তেমনভাবেই আমাদের ভালোবাসে। সেই মানুষটার জন্যই অপেক্ষা করতে হয়।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক র বল ছ ল আম দ র গ ঞ জন

এছাড়াও পড়ুন:

জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না

‘দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে’। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ’ শিরোনামে সাক্ষাৎকারটি রোববার আলজাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে  কথা বলেন তিনি। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনও তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান।

আলজাজিরার উপস্থাপক ড. ইউনূসকে প্রশ্ন করেন, এটা কি বলা ঠিক যে, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ‘মধুচন্দ্রিমা’ এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। কারণ, পুরোনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে, অনেকে রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে। জবাবে ড. ইউনূস বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না। বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনও বলছে না।  

লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে? জবাবে ড. ইউনূস বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার চেষ্টা করছি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া যাতে তৈরি হয়।  

নির্বাচনে যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে: নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা– এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে– তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। তা ছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয়, সেটাসহ নানা বিষয় সামনে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দল আছে, যারা বলতে পারে যে, এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।  

একসঙ্গে কাজ করার নীতি নিয়ে এগুতে চাই: সাক্ষাৎকারে থাইল্যান্ডের ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রসঙ্গ ওঠে। ড. ইউনূস জানান, তিনি বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন তিনি। জবাবে মোদি বলেছিলেন, এটা তাঁর জন্য সম্ভব নয়। শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে, সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ড. ইউনূস বলেন, একসঙ্গে কাজ করার নীতি নিয়ে এগুতে চাই। আমরা একসঙ্গেই পারস্পরিক সহযোগিতামূলক পদক্ষেপ নিতে চাই। 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আগে সাকিব ভাই করতেন, এখন আমাদের দায়িত্ব আরও বেশি’
  • বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
  • নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, ব্যবস্থা নেবে প্রশাসন
  • জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না