ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে ভাষণকে বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়।
রেসকোর্স ময়দানে সমবেত লাখো মানুষকে সামনে রেখে শেখ মুজিব বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো।
ওই ভাষণে বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। এরপর ২৬ মার্চ আসে স্বাধীনতার ঘোষণা, ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
আওয়ামী লীগ প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ পালন করে। দলটি ক্ষমতায় থাকতে দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবেও নানা আয়োজন করা হতো। এবার ভিন্ন প্রেক্ষাপটে দিবসটি সামনে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।
অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভানেত্রী ও পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এখনো তিনি সেখানেই আছেন। দলটির শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগ পলাতক, অনেকে আছেন কারাগারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে পরিত্যক্ত হিমাগারে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত চাঁন হিমাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হিমাগারের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘‘হিমাগার ভবনটি পরিত্যক্ত। তাই, এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।’’
আরো পড়ুন:
গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
ট্রেনের ইঞ্জিনে আগুন
এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল
ঢাকা/রতন/রাজীব