জেলেনস্কি সৌদি যাবেন সোমবার, ট্রাম্প আগামী মাসে
Published: 7th, March 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার সৌদি আরব সফরে যাবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, তিনি সৌদি আরব সফর করবেন। আগামী মাসে সফরটি হতে পারে।
জেলেনস্কি ও ট্রাম্প গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি আগামী সোমবার দেশটিতে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনার আগে জেলেনস্কি সৌদি সফরে যাচ্ছেন।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ‘যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে, সোমবার আমার সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে।’
জেলেনস্কি আরও লিখেছেন, এরপর তাঁর সফর দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরবে থেকে যাবেন। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন।
তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এ যুদ্ধের অবসান ঘটাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করছেন। আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যেতে পারেন। আগামী মাসের মাঝামাঝি সফরটি হতে পারে। এ সফরের মূল উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্রে সৌদির এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগসংক্রান্ত একটি চুক্তি করা।
প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প ২০১৭ সালে তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর এ সফরে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। এ কথাও গতকাল উল্লেখ করেন ট্রাম্প।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত দ র ইউক র ন স মব র গতক ল
এছাড়াও পড়ুন:
দফা দফা দাবিতে ৭০ ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা
ছয় দফা দাবিতে ৭০ ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছে ‘আজাদ ফিলিস্তিন’ নামে একটি প্ল্যাটফর্ম। আজ মঙ্গলবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে মন্ত্রণালয়ে যায়।
এর আগে বিকেল সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যে ‘আজাদ ফিলিস্তিন’ ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় তারা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়োনাবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন।
এ সময় প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের ছয় দফা দাবি পাঠ করেন। তাদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে; আমেরিকান হাইকমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে; পাসপোর্টে পুনরায় ‘একসেপ্ট ইজরাইল’ কথাটি আনতে হবে; ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা সকল পণ্য ও সেবাকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে; ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্রসহ কেনা অন্য যেসকল গোপন চুক্তি করেছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে এবং ইজরাইলের মতো একই বর্বর কায়দায় গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।