বোরো ধান আবাদের জন্য ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষকেরা। পোকামাকড় খেতে এসব জমিতে জড়ো হচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। ফসলের মাঠে বকের ওড়াউড়ি দেখতে ভালো লাগে। শুধু তা-ই নয়, পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে ফসলের ক্ষতি থেকে রক্ষা করে কৃষকের উপকার করে থাকে ‘কৃষকবন্ধু’ বক।

মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এখন এমন দৃশ্যের দেখা মেলে। শর্ষে ঘরে তোলার পর বোরো ধান আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। এসব জমি ঘিরে আনাগোনা বেড়েছে অসংখ্য সাদা বকের। ট্রাক্টর দিয়ে হালচাষের সময় জমিতে থাকা কীটপতঙ্গ বের হয়ে আসে। এসব কীটপতঙ্গ খেতেই জড়ো হয় ঝাঁকে ঝাঁকে সাদা বক।

স্থানীয় বাসিন্দারা বলেন, জমি চাষের সময় প্রতিদিন সকাল হলেই কোথা থেকে যেন ছুটে আসে এসব বক। একসঙ্গে ফসলের মাঠে এত বকের উপস্থিতি বছরের অন্য সময় দেখা যায় না। দল বেঁধে এসব বক খেতের পোকামাকড় খেয়ে থাকে। বকগুলোর ওড়াউড়ি বেশ উপভোগ করেন তাঁরা। এ দৃশ্য দেখে তাঁদের মন ছুঁয়ে যায়।

ফসলের মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। এসব খেতেই সাদা বকগুলো জমিতে জড়ো হয়। এতে ফসলের মাঠের ক্ষতিকর পোকামাকড় নিধন হয়। কৃষকদের উপকার হয়।ইমতিয়াজ আলম, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা

মঙ্গল ও বুধবার সরেজমিনে দেখা গেছে, ফাল্গুন মাসের মাঝামাঝি সময় চলে গেলেও মানিকগঞ্জে সকালে এখনো কিছুটা শীতের আবহ রয়ে গেছে। জেলা সদরের দিঘি, ছুটিভাটবাউর, কয়ড়া, পিতলাই, ভাটবাউরসহ বিভিন্ন এলাকায় বোরো আবাদ করতে জমি চাষ করছেন কৃষকেরা। এর পাশাপাশি বীজতলায় বোরোর চারা তুলতে ও চারা রোপণে কৃষকদের সময় ব্যস্ততায় যাচ্ছে। ট্রাক্টর দিয়ে হালচাষের সময় জমিতে লুকিয়ে থাকা পোকামাকড় বের হয়ে আসে। তখনই পোকামাকড় খেতে জমিতে এবং এর আশপাশে অসংখ্য সাদা বকের ঝাঁক এদিক-সেদিক ওড়াউড়ি করে।

মঙ্গলবার বিকেলে দিঘি গ্রামে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন কৃষক মহির আলী (৫০)। কথা হলে তিনি বলেন, ‘হাল বাইলে খেত থেকে পোকা উঠে। এই পোকা খাইতে বক আইস্যা ভিড় করে। যখন হাল বাই, তখন বক পিছে পিছে ঘুরে। দেখতে ভালোই লাগে।’ তাঁর কথা, বক শিকার করা ঠিক নয়। বক পোকামাকড় খাওয়ায় ফসল আবাদে কীটনাশক কম লাগে। পোকামাকড় খেয়ে বক কৃষকের উপকার করে।

বকগুলোর ওড়াউড়ি বেশ উপভোগ করেন কৃষকেরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফসল র ম ঠ র সময়

এছাড়াও পড়ুন:

মদপানে দুই ঘণ্টার ব্যবধানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ কৃষি কর্মকর্তা

রাজশাহীর চারঘাটে মদপানে অসুস্থ হয়ে মাসুদ রানা ও নাদিম ইসলাম নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। দু’জনের বাড়ি উপজেলার নিমপাড়া ইউনিয়নে। মাসুদ রানা সকালে সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নাদিম ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান। 

এ ঘটনায় মোহাম্মদ টনি নামের আরও এক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ টনি জানান, নাদিম ইসলাম তার বন্ধু। গাড়ি না থাকায় মাসুদ রানার ভ্যান রিজার্ভ করে চলাফেরা করেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাসুদ রানা, নাদিম ও মেহেদীর সঙ্গে ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। তিনি সামান্য একটু পান করার পর অসুস্থ বোধ করেন, তখন বিরত থাকেন। কিন্তু নাদিম ও রানা বেশি পরিমাণে মদ পান করে। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন বলেন, ‘আমার স্বামী রোববার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। মদ পান করেছিলেন কিনা জানি না। রাতে দুটি বিস্কুট ছাড়া আর কিছু খাননি। সোমবার সারাদিন ঘুমিয়েছেন। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাত দুইটার দিকে হাসপাতালে নিলে সকালে মারা যান।’ 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

সম্পর্কিত নিবন্ধ