রমজানে কম মূল্যে পেঁয়াজ কিনতে পারছেন দিনাজপুরের হিলির বাসিন্দারা। সীমান্তবর্তী এই এলাকার বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তারা জানান, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে বেশি আমদানি হওয়ায় এই পণ্যটির ঝাঁজ কমেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় হিলির সবজি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর রমজানে লাগামহীনভাবে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রমজানে ইফতারের জন্য অধিকাংশ উপকরণ তৈরিতে পেঁয়াজ অতিপ্রয়োজনীয়। এবারের রমজানে প্রথম দিন থেকে ৩৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ খুচরা বিক্রি করছিলেন তারা। বর্তমান দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পেঁয়াজের ফলন হওয়ায় বাজারে দাম কমেছে। এ জন্যই পাইকারি এবং খুচরা বাজারে একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
হিলির বাজারে সবজি কিনতে আসা হোটেল ব্যবসায়ী রেজাউল করিম বলেন, “ইফতারের অধিকাংশ উপকরণ তৈরিতে প্রয়োজন হয় পেঁয়াজের। প্রতিবছর রমজানে বেড়ে যায় পেঁয়াজের দাম। তবে, এবার দাম কমে গেছে। এতে আমাদের ইফতার ব্যবসা ভালো হচ্ছে। ভাল মানের ইফতারও তৈরি করতে পারছি। লাভের মুখও দেখতে পাচ্ছি।”
আরো পড়ুন:
বিএসইসির অস্থিরতা দ্রুত সমাধান চায় বিএমবিএ
অন্যায় দাবির কাছে মাথা নত করব না: বিএসইসির চেয়ারম্যান
হিলি বন্দরে কাজ করা আরিফ নামে এক শ্রমিক বলেন, “প্রতিবছর রমজান মাসে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়ে থাকে এই বন্দরে। এবার ভারতীয় পেঁয়াজ আমদানি করছেন না আমদানিকারকরা। বাজারে দেশি পেঁয়াজ প্রচুর পরিমাণে আসছে। আমাদের মতো খেটে খাওয়া মানুষের অনেক উপকার হচ্ছে পেঁয়াজের দাম কমায়।”
হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “এবার দেশি পেঁয়াজের দাম হাতের নাগালে। ২৫ টাকা কেজি বিক্রি করছি পেঁয়াজ। আমরা পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও নাটোর থেকে পেঁয়াজ পাইকারি কিনে আনছি। দাম কম হওয়ায় বেচাবিক্রি অনেক বেশি হচ্ছে।”
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য় র রমজ ন দ ম কম আমদ ন ইফত র
এছাড়াও পড়ুন:
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবি
নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা এস আই টুটুলের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজধানীর রূপনগরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিলের পর মিরপুর-১০ গোলচত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।
দলটির মিরপুর জোনের নেতাদের অভিযোগ, গত সোমবার রাতে মিরপুরের রূপনগর থানা এলাকায় এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের হামলা করেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তার সহযোগীরা। এতে এনসিপির প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ ৬ জন আহত হয়েছেন।
বিক্ষোভে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনীতিতে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারির কবর রচনা করতে হবে। রাজনীতিতে সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের জায়গা হবে না। হামলাকারী এস আই টুটুলকে গ্রেপ্তার করতে হবে। বিএনপির থেকে বহিষ্কার করতে হবে। তারেক রহমানের কাছে আহ্বান থাকবে, সন্ত্রাসীদের থামান। নইলে এরা বিএনপি ধ্বংস করবে।
বিক্ষোভে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের, হামলায় আহত ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ ও কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান।