১৬ মাস পর ব্রাজিল দলে ফেরার খবর যেভাবে পেলেন নেইমার
Published: 7th, March 2025 GMT
অবশেষে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। তাঁর এই ফেরা স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল দল, সমর্থক এবং খোদ নেইমারের মনেও। চোটের কারণে দীর্ঘ ১৬ মাস জাতীয় বাইরে থেকে যন্ত্রণায় দিন কাটছিল নেইমারের।
গতকাল কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণার মধ্য দিয়ে সেই যন্ত্রণার কিছুটা হলেও উপশম হলো। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির বছরে নেইমারকে দলে পাওয়া ব্রাজিলের জন্য প্রেরণারও।
এর আগে ৫২ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নেওয়ার পর নেইমারের মূল দলে ফেরাটা অনেকটাই অনুমেয় ছিল। অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত ঘোষণার। আর এই ঘোষণাটা শোনার জন্য উন্মুখ হয়েছিলেন নেইমার নিজেও। গতকাল রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের দলে ফেরার প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নিজের জাতীয় দলে ফেরার খবর শুনছেন নেইমার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন’শ পেরিয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ
৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। মুজারাবানির ওভারে তাইজুলের বাউন্ডারিতে তিন’শ রানে পৌঁছে গেল বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির বাগড়ায়। ৮৯.৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৩। স্বাগতিকদের লিড এখন ৭৬। ৪৪ বলে দুই চারে ২১ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে দুই চারে তাইজুলের রান ১১।