আজ টিভিতে যা দেখবেন (৭ মার্চ ২০২৫)
Published: 7th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ। রাতে বুন্দেসলিগায় মুখোমুখি ম’গ্লাডবাখ ও মাইনৎস।
ঢাকা প্রিমিয়ার লিগগাজী গ্রুপ-অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি
শাইনপুকুর-ব্রাদার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
লিজেন্ডস অব রূপগঞ্জ-ধানমন্ডি
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
দিল্লি-গুজরাট
রাত ৮টা, টি স্পোর্টস
ম’গ্লাডবাখ-মাইনৎস
রাত ১-৩০ মি.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের ‘দ্বিগুণ প্রাইজমানি’ ফিফা ক্লাব বিশ্বকাপে
চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। তার আগে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি। এই টুর্নামেন্টের জন্য নির্ধারণ করা প্রাইজমানির পরিমাণ শুনে অনেকেই অবাক হতে পারেন। কারণ সেটি ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুণের চেয়েও বেশি!
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৪১ কোটি টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার এবং ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ দল নিয়ে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার তথা আড়াই হাজার কোটি টাকা আয় হতে পারে। এছাড়াও ২০২৮ সাল থেকে মেয়েদের ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ফিফা।
আরো পড়ুন:
চ্যাম্পিয়ন ম্যানইউর বিদায়, শেষ আটে ফুলহ্যাম ও ব্রাইটন
পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি
ফিফার বিবৃতিতে আরও বলা হয়েছে যে, টুর্নামেন্ট থেকে আয় হওয়া পুরো অর্থই অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। ফিফা কোনো অর্থ নিজেদের জন্য রাখবে না। ক্লাবগুলোকে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইজমানি দেওয়া হবে এবং প্রতিটি ক্লাবের জন্য প্রাইজমানি নির্ধারিত থাকবে।
৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরটি চলতি বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৫ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি ক্লাবের। ফাইনাল ম্যাচটি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ক্লাব বিশ্বকাপে ছয় মহাদেশের যেসব দল অংশ নেবে:
ইউরোপ (উয়েফা) থেকে: ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই, জুভেন্টাস ও আটলেটিকো মাদ্রিদ।
দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে: ফ্লামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও বোকা জুনিয়র্স।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান (কনকাকাফ) থেকে: মন্টেরি, সিয়াটল সাউন্ডার্স ও লিওন।
আফ্রিকা (সিএএফ) থেকে: আল আহলি ও উইদাদ কাসাব্লাঙ্কা।
এশিয়া (এএফসি) থেকে: উরাওয়া রেড ডায়মন্ডস ও আল হিলাল।
ওশেনিয়া (ওএফসি) থেকে: অকল্যান্ড সিটি।
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে: ইন্টার মিয়ামি।
উল্লেখ্য, প্রতিটি দেশের সর্বোচ্চ দুটি করে দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুলের মতো ইংলিশ ক্লাবগুলো এই আসরে অংশগ্রহণ করতে পারছে না।
ঢাকা/আমিনুল