কুমিল্লায় দিঘির পাড়ে পৌনে ৪০০ বছরের নান্দনিক মসজিদ
Published: 7th, March 2025 GMT
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর শাহী জামে মসজিদ। পৌনে ৪০০ বছর আগে নির্মিত মসজিদটি মুঘল আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। মসজিদের পাশে বিশাল আকারের নাটেশ্বর রাজার দিঘি। দিঘির পাড়ে আছে এক ধর্মগুরুর মাজার। দিঘির শান্ত জলরাশির সঙ্গে মসজিদের নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিনই দূর-দূরান্তের মানুষ এখানে ভিড় করেন।
কুমিল্লা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে মসজিদের অবস্থান হলেও কালের সাক্ষী হিসেবে ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনাটি মূলত তিন জেলার মিলনস্থলে পড়েছে। উত্তর-পশ্চিমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এবং দক্ষিণ-পশ্চিমে কিছু দূর এগোলেই নোয়াখালীর চাটখিল উপজেলা।
মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে নাটেশ্বর দিঘি। ৩৫ দশমিক ২৯ একর আয়তনের সুবিশাল দিঘির পাড়ে পূর্ব-উত্তর কোণে মসজিদের অবস্থান।
মনোহরগঞ্জের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, এখানে মানুষের ভিড় করার আরেকটি কারণ হলো, দিঘির পূর্ব পাড়ে হজরত সৈয়দ শাহ শরিফ বাগদাদি নামের এক ধর্মগুরুর মাজার আছে। মসজিদ, দিঘি ও মাজার ঘিরে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে ১৬৫৭ সালে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়। ৩৬৮ বছর আগে নির্মাণ করা হলেও মসজিদটির সৌন্দর্য এখনো অটুট। চুন-সুরকির মসজিদটি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করেন। অনেকে দূর-দূরান্ত থেকে এসে নামাজ আদায় করেন। মুঘল আমলে নির্মিত মসজিদটি তৎকালীন স্থাপত্যের অনন্য এক নিদর্শন। মসজিদটির বাইরের দৈর্ঘ্য ১৪ দশমিক ৪৮ মিটার ও প্রস্থ ৫ দশমিক ৯৪ মিটার। মসজিদের ওপরে তিনটি গম্বুজ আছে। আয়তাকার মসজিদটির পূর্ব দিকে তিনটি খিলানযুক্ত দরজা আছে, যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি অপেক্ষাকৃত বড়। দরজাগুলোর বিপরীত দিকে পশ্চিমে তিনটি মেহরাব আছে। কেন্দ্রীয় মেহরাবটি অন্য মেহরাব দুটির তুলনায় বড়।
মসজিদের চার কোণে চারটি বড় অষ্টভুজাকার মিনার আছে। এ ছাড়া কেন্দ্রীয় প্রবেশপথের ওপরে দুটি অষ্টভুজাকার মিনার আছে। কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বড়। গম্বুজের ভেতরের অংশ পাতার নকশা। বাইরের অংশে চক্র নকশার কাজ। মসজিদের সামনের দেয়ালে ফারসি ভাষার শিলালিপি আছে। সেখানে মসজিদের প্রতিষ্ঠাতা হায়াতে আবদুল করিমের নাম লেখা আছে। এলাকাবাসীর কাছে তাঁর পরিচয় নিয়ে দুই ধরনের মত প্রচলিত। একটি হলো, হায়াতে করিম দিঘি খননকারী নাটেশ্বর রাজার কর্মকর্তা ছিলেন। অন্যটি হলো, তিনি দিঘির পাড়ে থাকা মাজারের ধর্মগুরুর মুরিদ ছিলেন।
মসজিদ দেখতে আসা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল্লাহ আল মামুন বলেন, কয়েকবার মসজিদটি দেখতে এসেছেন। বিশেষ করে দিঘির পাড়ে মসজিদ হওয়ায় খুব সুন্দর লাগে। এখানে এলে মসজিদ ও দিঘির শান্ত জলরাশি দেখে মনটা শান্ত হয়ে যায়।
মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে ১৬৫৭ সালে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মসজ দ র স ন দর উপজ ল
এছাড়াও পড়ুন:
বাসচালক বলছেন, ডাকাতির চেষ্টা, পুলিশের ভিন্ন কথা
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একুশে পরিবহনের যাত্রীবাহী বাস ধাওয়া করে ইট ছুড়ে চালককে আহত করার ঘটনায় ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। আহত বাসচালক বলছেন, সেদিন (গত সোমবার) রাতে এক দল তরুণ মোটরসাইকেল নিয়ে বাসটিতে ডাকাতির চেষ্টা করেছিলেন।
আর পুলিশ বলছে, মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় ওই তরুণরা বাসচালকের ওপর হামলা চালিয়েছেন বলে জেনেছে তারা।
গত সোমবার রাত ২টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজার সেতুর ওপর বাসে হামলার ঘটনা ঘটে। আহত বাসচালক রাকিব হোসেন সোহেল নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। ইটের আঘাতে তাঁর নিচের মাড়ির সব দাঁত ও ডান কলার বোন ভেঙে গেছে। এ ঘটনায় থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে শনিবার জানিয়েছেন একুশে পরিবহনের মালিক জহিরুল ইসলাম তারেক।
সেদিন বাসটিতে থাকা সুপারভাইজার মো. রাহাত বলেন, ‘সোমবার ঈদুল ফিতরের দিন রাতে নোয়াখালীর সোনাপুরগামী বাস ঢাকা থেকে ৪০ যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ১টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিশ্বরোডের দিকে সড়কের পাশে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড পেট্রোল পাম্পে যাত্রাবিরতি করে। সেখান থেকে গাড়ি ছাড়ার পর ৮-১০টি নম্বরবিহীন মোটরসাইকেল আমাদের বাসটি অনুসরণ করে। বিষয়টি আমরা বাসমালিককে তাৎক্ষণিক অবহিত করি। লাকসাম বাইপাস পার হওয়ার পর বাস থামানোর জন্য মোটরসাইকেল আরোহীরা নানাভাবে চালককে সিগন্যাল দিতে থাকেন। এ সময় ডাকাতির চেষ্টা হচ্ছে আঁচ করতে পেরে চালককে বাস না থামিয়ে চালিয়ে যেতে অনুরোধ করি।’
রাহাত জানান, রাত ২টার দিকে বাসটি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজার সেতুতে পৌঁছায়। তখন মোটরসাইকেল আরোহীরা চালককে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। এক পর্যায়ে বাসের কাচ ভেঙে চালকের মুখ ও দাঁতে আঘাত লাগে। ইটের আঘাতে তাঁর মুখমণ্ডল রক্তাক্ত হয়। এরপরও চালক বাস চালিয়ে সুধারাম মডেল থানার সামনে গিয়ে অচেতন হয়ে পড়েন।
হাসপাতালে চিকিৎসাধীন বাসচালক সোহেল বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা ডাকাতির উদ্দেশে বাস অনুসরণ করছিল। বিষয়টি আঁচ করতে পেরে যাত্রীদের জানমাল রক্ষার্থে বাস চালিয়ে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিই। ঈদের রাত হওয়ায় সড়কের আশপাশের সব দোকানপাট বন্ধ ছিল। এই সুযোগে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে।’
এ বিষয়ে একুশে পরিবহনের মালিক জহিরুল বলেন, ‘ওরা নিশ্চিত ডাকাত দল। কারণ মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরিহিত ছিল এবং মোটরসাইকেলগুলোতে নম্বর প্লেট ছিল না। অল্পের জন্য যাত্রীদের জানমাল রক্ষা হয়েছে। এ ঘটনায় জিডি করব।’
এদিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের এসপি খায়রুল আলম বলেন, ‘সোমবার রাতে একদল তরুণ বা যুবক মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় তারা একুশে পরিবহনের বাসচালককে সাইড দেওয়ার জন্য সংকেত দেয়। কিন্তু চালক ভয়ে মোটরসাইকেল সাইড দেননি। এতে তরুণরা ধাওয়া করে তাঁর ওপর হামলা চালিয়েছে বলে জেনেছি। এটি ডাকাতির চেষ্টা বলে মনে হয়নি। এ নিয়ে লালমাই, লাকসাম ও মনোহরগঞ্জ থানা পুলিশ এবং কুমিল্লা হাইওয়ে পুলিশ কাজ করছে। ঘটনা তদন্তে হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।’
নোয়াখালীর এসপি আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘এটা নিয়ে আমরা কাজ করছি।’