অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন ও জাপান সফরে যাচ্ছেন। ২৬ মার্চ থেকে ২৯ মে তথা প্রায় দুই মাসের ব্যবধানে গুরুত্বপূর্ণ এ দুটি সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার চীন ও জাপান সফরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দেশ দুটি বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত দুই দেশেই দুটি পৃথক বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে চীন ও জাপান নিজেদের শীর্ষ নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টাকে বৈঠকের আমন্ত্রণ জানায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। তিনি ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেওয়ার কথা অধ্যাপক ইউনূসের। সম্মেলন শেষে ২৮ মার্চ তিনি বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২৯ মার্চ তিনি দেশে ফিরবেন।

অন্যদিকে জাপানের টোকিওতে ২৯ ও ৩০ মে নিক্কেই ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রসঙ্গত, বোয়াও ফোরাম ফর এশিয়ায় যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ২৫ দেশের এই জোটের মহাসচিব ঝ্যাং জুন। ওই সময় দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে মার্চে প্রধান উপদেষ্টাকে বেইজিং সফরে নিতে চায় চীন। প্রধান উপদেষ্টাকে বেইজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও বোয়াও ফোরাম ফর এশিয়ার আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। বিশেষ করে দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য সহায়ক সময় হিসেবে দেশটি বিবেচনা করছে। এরই অংশ হিসেবে দুই দেশের মধ্যে উচ্চতর পর্যায়ে সফর আয়োজনের প্রস্তাব দেয় চীন। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারিতে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো.

তৌহিদ হোসেন বেইজিং সফর করেন।

সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের শর্ত

চীন দুই দেশের মধ্যে উচ্চতর সফর বিনিময়ে আগ্রহী হলেও বাংলাদেশ দ্বিপক্ষীয় পরিসরে আলোচনার বিষয়টিতে প্রাধান্য দিয়েছিল। এ ক্ষেত্রে ৫ আগস্ট–পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ঢাকা–ওয়াশিংটন সম্পর্ক চীন কীভাবে দেখছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের কৌতূহল—এসব বিষয়কে বিবেচনায় রেখেছিল বাংলাদেশ। অর্থাৎ এ বিষয়গুলো বিবেচনায় রেখে পুরোপুরি দ্বিপক্ষীয় পরিসরে শীর্ষ পর্যায়ের বৈঠক না হলে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে বাংলাদেশ ততটা আগ্রহী ছিল না।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে চীনকে বলা হয়েছিল, সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিশ্চিত হলে প্রধান উপদেষ্টার সফরটি হতে পারে। পরে চীনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।

স্বাস্থ্য কূটনীতির পথ ধরে আকাশপথে যোগাযোগ

ঢাকা–বেইজিং সম্পর্কের পাঁচ দশক পূর্তিকে সামনে রেখে দুই দেশ চিকিৎসা খাতে নিবিড় সহযোগিতায় মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে গত জানুয়ারিতে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের কুনমিংয়ের তিনটি শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতালে বাংলাদেশের নাগরিকদের চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেওয়া হয়। ওই তিন হাসপাতালের পাশাপাশি একটি ক্যানসার হাসপাতালকেও বাংলাদেশের রোগীদের জন্য নির্বাচিত করা হচ্ছে। কুনমিংয়ে চিকিৎসা নিতে বাংলাদেশের রোগীদের প্রথম দল ১০ মার্চ চীন যাচ্ছে।  

কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার পাশাপাশি বাংলাদেশে প্রথম মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে দুই দেশ কাজ করছে। এ ছাড়া ছাত্র–জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষায়িত আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতে সহায়তা দিতে যাচ্ছে চীন।

ইউনান প্রদেশে চিকিৎসাসেবার পথ সুগম করতে আকাশপথে চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ ও চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কুনমিংয়ে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হবে। এর পাশাপাশি দুই দেশ চট্টগ্রাম ও সাংহাইয়ের মধ্যে আকাশপথে যোগাযোগের বিষয়ে আলোচনা করছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট র পর য য় ন সফর করব ন

এছাড়াও পড়ুন:

ইউক্রেনকে সমর্থন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ইউক্রেনকে সমর্থন ও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাগ্‌বিতণ্ডার পর এই ‘প্রতিরক্ষা সম্মেলনে’ বসলেন ইইউর ২৭ দেশের নেতারা। তবে সামরিক খাতে ইইউ দেশগুলো যে ৩২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল, তার চেয়ে বেশি বরাদ্দ পাওয়ার আশা নেই।

গার্ডিয়ান অনলাইনের খবরে বলা হয়, শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এর অর্থ হলো, রাশিয়ার আক্রমণ প্রতিহত করার লড়াইয়ে ইউক্রেন একা নয়। এ সময় পাশে ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন। 

তিনি বলেন, ইউরোপ একটি স্পষ্ট বিপদের মুখোমুখি। তাই ইউরোপ নিজেকে রক্ষা করতে সক্ষম হতে হবে। পাশাপাশি স্থায়ী ও ন্যায়সংগত শান্তির জন্য চাপ দেওয়া অব্যাহত রাখতে হবে। এর আগে উরসুলা ইউরোপকে পুনর্নির্মাণ এবং মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণের জন্য ৮০০ বিলিয়ন ইউরোর পরিকল্পনা তুলে ধরেন। 
 
ইইউ নেতারা এমন সময় সম্মেলনে মিলিত হয়েছেন, যখন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইউরোপের সুরক্ষা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। ইউরোপের নিরাপত্তার দায়িত্ব ইইউ দেশগুলোকেই নিতে হবে। এই অবস্থায় ইইউ নেতারা খুবই উদ্বিগ্ন। এরই মধ্যে গতকাল রাশিয়ার হামলায় ইউক্রেনে চারজন নিহত হয়েছেন।

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। তিনি ব্রাসেলস সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বলেন, চুক্তিটি এমন হতে হবে, যা ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিশ্চয়তা দেবে। ইউক্রেনকে কোনো শাস্তি পেতে হবে না। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলস সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে বলেন, ইউরোপ এখন ‘ইতিহাসের সন্ধিক্ষণে’ দাঁড়িয়ে আছে। ইউক্রেনে শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ উচিত বলে গতকালের সম্মেলনে মন্তব্য করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসেতাটাকিস। 

তিনি বলেন, আমরা ইউক্রেনকে নিরাপত্তা দিতে পারব– এমন কোনো গ্যারান্টি নেই। এ জন্য ইউক্রেনের নিরাপত্তা সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই অংশ নিতে হবে। এর আগে জার্মান চ্যান্সেলরও একই রকম মনোভাব ব্যক্ত করেন।  

এদিকে ব্রাসেলসে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে খুশি হয়নি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনে যুদ্ধ আরও তীব্র হবে। ইইউ নেতাদের পরিকল্পনা দেখে মনে হয়, তারা অতীত থেকে শিক্ষা নেননি। 

আলজাজিরা জানায়, বেলজিয়াম ইউক্রেনের সমর্থনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাতে সম্মত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার বলেছেন, তাঁর দেশ ২০২৬ সালে ওই যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করবে। তিনি জানান, এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় বেলজিয়াম। চালানটি পেলে এফ-১৬ ইউক্রেনকে দেওয়া হবে। আর ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য ন্যাটো মিশনে আটটি গ্রিপেন যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে নতুন ইইউ সদস্য সুইডেন। এ ছাড়া তুরস্ক ইউক্রেনে শান্তিরক্ষা সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।  

বিবিসি জানায়, যুক্তরাজ্যের নেতৃত্বে ইউক্রেনকে সাহায্য করতে রাজি এমন ২০টি দেশ ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ গড়তে একমত হয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে শান্তিচুক্তি সম্পাদনের পরে এই দেশগুলো ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রস্তুত। দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশ রয়েছে।   

এর আগে ‘রিআর্ম ইউরোপ’ বা সামরিক অস্ত্রসজ্জিত করার পরিকল্পনা ঘোষণা করেন ইইউ নেতারা। এতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য দেশগুলোকে তাদের জাতীয় বাজেট ঘাটতির সীমা বাড়ানোর অনুমতি দেওয়ার কথা বলা হয়। 

সম্পর্কিত নিবন্ধ