নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় কমপক্ষে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ পুরাতন থানার সামনে শিরাইল-নারায়ণগঞ্জ আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ও জেলার সাবেক সহআইন সম্পাদক শাহ আলম মানিকের তিন শতাধিক অনুসারী পিস্তল, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ায় আদমজী সড়কে বন্ধ ছিল যান চলাচল।

মনির হোসেনের অভিযোগ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ইপিজেডে ১৭টি কারখানায় ঝুট ব্যবসা করেন। তাঁর পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং যুবলীগের পানি আক্তার একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করেন। বৃহস্পতিবার আমার লোকজন ইপিজেডের ইউনিভার্সেল কারখানায় কিছু মালপত্র সরবরাহে গেলে সাগরের ক্যাডাররা মারধর করে তাড়িয়ে দেয়। পরে তারা জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

তিনি বলেন, সাগরের ফুফাতো ভাই সোহাগ ডিএনডি ক্যানেলের ওপর থেকে আমার অনুসারীদের ওপর গুলি করেন। তারা ১৪-১৫ সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। পরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে।

রাকিবুর রহমান সাগর বলেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলেও তাদের সন্ত্রাসী বাহিনী রয়ে গেছে। বিকেলে কয়েকজন ছাত্রদল নেতার ওপর হামলা চালালে এলাকাবাসী তাদের প্রতিহত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আগ ন স দ ধ রগঞ জ ব এনপ র স ঘর ষ ব যবস

এছাড়াও পড়ুন:

যাকাত ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে দারিদ্রতা বিমোচন সম্ভব : জব্বার 

সমাজে যারা অন্যায় অবিচারে লিপ্ত থাকবে মুখবুজে মনে মনে সহ্য করার আর সময় নেই এখন তাদের হাত ও শক্তি দিয়ে প্রতিবাদ করতে হবে ৫ মার্চ বুধবার ফতুল্লা শাহ কনভেনশন হলে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার।

তিনি আরো বলেন সমাজ রাষ্ট্রে একমাত্র আল কুরআন'ই পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা , আজ সমাজে যদি কুরআনের আইন বাস্তবায়ন থাকতো তাহলে দেশে গরিব লোক খুঁজে পাওয়া মুশকিল হতো,  তাই আসুন কুরআন পড়ি কুরআন বুজি  কুরআনের আলোকে জীবন গড়ি। 

এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার তিনি বলেন ইসলমী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে যাকাতের ন্যায অধিকার বাস্তবায়ন হবে। 

জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক মজিবর রহমান মিয়াজী, জেলা অর্থ সম্পাদক মাওলানা আবদুুল মজিদ, জেলা ওলামা পরিষদের সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, ফতুল্লা দক্ষিন থানা আমীর মাওলানা নাছির উদ্দিন সরকার, পশ্চিম থানা আমীর নুরুল হক, উত্তর থানা আমীর আবুল কাসেম, থানার সকল সেক্রেটারি ও শতাধিক সুধী সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, জরিমানা
  • সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ
  • মহাসড়কে উচ্ছেদ অভিযান, যানজট মুক্ত রূপগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি, আহত ১০
  • ত্বকী হত্যার ১২ বছর পূর্তিতে তার কবরে বিভিন্ন সংগঠনের ফুল
  • ১২ বছর পার, অভিযোগপত্র দিতে পারেনি র‍্যাব
  • ১২ বছর পার অভিযোগপত্র দিতে পারেনি র‌্যাব
  • সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে পলাতক
  • যাকাত ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে দারিদ্রতা বিমোচন সম্ভব : জব্বার