আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে দেড় শতাধিক প্রবীণ নারী-পুরুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে তিনটি সংগঠন। এই প্রবীণেরা একসময় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। যৌথভাবে এ আয়োজন করে জনউদ্যোগ, এজিং সাপোর্ট ফোরাম ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইইডি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, জীবনের একটা পর্যায়ে প্রবীণ নারীরা সমাজে অবহেলিত থাকেন। প্রবীণদের নিয়ে কেউ কাজ করতে চায় না। বিশেষ করে প্রবীণ নারীদের পাশে কেউ থাকতে চায় না। এমন উদ্যোগ অনুপ্রাণিত করবে।

এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী বলেন, ‘এই ফোরাম দীর্ঘদিন যাবৎ প্রবীণদের সহযোগিতা করে আসছে। নারী দিবস সামনে রেখে আমরাই প্রবীণদের কাছে গিয়েছি। তাদের হাতে শাড়ি, লুঙ্গি ও বিছানার চাদর তুলে দিয়ে এই বার্তা দিতে চেষ্টা করেছি যে সমাজের প্রান্তিক প্রবীণদেরও মনে রাখার প্রয়োজন আছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনউদ্যোগের আহ্বায়ক মুশতাক হোসেন, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, সমন্বয়কারী সঞ্চিতা তালুকদার, মেজর (অব.

) জীবন কানাই দাস, প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব ণ ন র

এছাড়াও পড়ুন:

ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে

ঈদুল ফিতর উপলক্ষে আটদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন। তিনি বলেন,গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে মোট আটদিন ব্যবসায়িক সব কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের সাব ইন্সপেক্টর ফিরোজ কবীর জানান, ঈদের টানা আটদিন ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল
  • চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে ব্যাংক
  • মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ
  • পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আরোপিত সংস্কৃতি: মৎস্য উপদেষ্টা
  • ‘চক্কর’-এর পর এলো মোশাররফ করিমের নতুন সিনেমার খবর
  • বউমেলায় বেশির ভাগ ক্রেতা নারী
  • রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে হিন্দু মহাজোট
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ
  • টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত 
  • ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে