আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে দেড় শতাধিক প্রবীণ নারী-পুরুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে তিনটি সংগঠন। এই প্রবীণেরা একসময় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। যৌথভাবে এ আয়োজন করে জনউদ্যোগ, এজিং সাপোর্ট ফোরাম ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইইডি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, জীবনের একটা পর্যায়ে প্রবীণ নারীরা সমাজে অবহেলিত থাকেন। প্রবীণদের নিয়ে কেউ কাজ করতে চায় না। বিশেষ করে প্রবীণ নারীদের পাশে কেউ থাকতে চায় না। এমন উদ্যোগ অনুপ্রাণিত করবে।

এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী বলেন, ‘এই ফোরাম দীর্ঘদিন যাবৎ প্রবীণদের সহযোগিতা করে আসছে। নারী দিবস সামনে রেখে আমরাই প্রবীণদের কাছে গিয়েছি। তাদের হাতে শাড়ি, লুঙ্গি ও বিছানার চাদর তুলে দিয়ে এই বার্তা দিতে চেষ্টা করেছি যে সমাজের প্রান্তিক প্রবীণদেরও মনে রাখার প্রয়োজন আছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনউদ্যোগের আহ্বায়ক মুশতাক হোসেন, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, সমন্বয়কারী সঞ্চিতা তালুকদার, মেজর (অব.

) জীবন কানাই দাস, প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব ণ ন র

এছাড়াও পড়ুন:

ফের একসঙ্গে পর্দায় আসছেন প্রিয়াঙ্কা-কঙ্গনা

একসঙ্গে জুটি হয়ে সিনেমায় অভিনয় করেছেন। এ সফরে তাদের পাওয়া গেছে ‘ফ্যাশন’ ও ‘কৃষ ৩’ সিনেমায়। একসঙ্গে অভিনয় করলেও দু’জনের মতামত সাধারণত বিপরীতমুখী। বেশ কিছু ক্ষেত্রে দু’জনের দ্বিমতও হয়েছে। নিজেদের মতবিরোধ সারিয়ে এবার এক হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত। আগামী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফের একসঙ্গে দুই নায়িকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘বেশ কিছু দিন ধরে পুরনো কিছু ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কিছু কিছু ছবির জনপ্রিয়তা যে এখনও তুঙ্গে, তা ফের প্রমাণিত। তেমনই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা ও কঙ্গনার ছবি ‘ফ্যাশন’। ৭ মার্চ থেকে ১৩ পর্যন্ত এই ছবি দেখা যাবে প্রেক্ষাগৃহে।

পরিচালক মধুর ভান্ডারকর সমাজমাধ্যমে লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে ফিরে এল ‘ফ্যাশন’ ছবিটি।”

‘ফ্যাশন’ সিনেমায় প্রিয়াঙ্কা ও কঙ্গনা ছাড়াও ছিলেন অভিনেত্রী মুগ্ধা গডসেও। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। তবে এর পরে বলিউডের একাধিক বিষয় নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সূত্র: আনন্দবাজার।

সম্পর্কিত নিবন্ধ

  • সংশোধন হন, না হলে সালথা ছাড়েন
  • সংশোধন হন, না হলেসালথা ছাড়েন
  • নতুন দল গড়ে তোলার দিকেই সরকারের সব মনোযোগ: সিপিবি সভাপতি
  • সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় পয়েন্টে উপচে পড়া ভিড়, অনেকেই ফিরেছেন খালি হাতে
  • ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে
  • সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রি  
  • নারী দিবসে ‘প্রবীণের জন্য ভালোবাসা’
  • ফের একসঙ্গে পর্দায় আসছেন প্রিয়াঙ্কা-কঙ্গনা
  • নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি উইমেন হেলথ ডে’