Samakal:
2025-03-06@21:23:51 GMT

হার্পার লি’র নতুন বই

Published: 6th, March 2025 GMT

হার্পার লি’র নতুন বই

বিশ্বখ্যাত লেখক হার্পার লি’র প্রবন্ধ ও ছোটগল্পের নতুন বই প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর। ৮৯ বছরের জীবনকালে তিনি মাত্র দুটি উপন্যাস প্রকাশ করেছিলেন। এখন গল্প ও প্রবন্ধের এই নতুন সংগ্রহ মরণোত্তরভাবে তাঁর বইয়ের তালিকায় যুক্ত হবে। ‘দ্য ল্যান্ড অব সুইট ফরএভার: স্টোরিজ অ্যান্ড এজেস’ নামে এই সংগ্রহ অক্টোবরে প্রকাশিত হবে এবং এতে আটটি ছোটগল্প অন্তর্ভুক্ত রয়েছে, যা একজন তরুণ লি তাঁর প্রিয় ‘টু কিল আ মকিংবার্ড’-এর ওপর আলোকপাত করার আগে লিখেছিলেন।
গল্পগুলো আলাবামা থেকে নিউইয়র্ক সিটি পর্যন্ত বিস্তৃত এবং রাজনীতি, সাম্য, শিল্প এবং আমেরিকান দক্ষিণের মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করবে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, টাইপ স্ক্রিপ্টগুলো ২০১৬ সালে লির মৃত্যুর পর তাঁর নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টে আবিষ্কৃত হয়েছিল।
‘হার্পার লির বেঁচে থাকা পরিবারের সদস্যদের একজন হিসেবে আমি জানি যে,  এই প্রবন্ধগুলো এবং বিশেষ করে ছোটগল্প, আমরা জানতাম যে এসবের অস্তিত্ব ছিল কিন্তু সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, পাওয়া গেছে এবং প্রকাশিত হচ্ছে,’ প্রয়াত লেখকের ভাগনে, ডক্টর এডউইন কোনার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন।
তিনি আরও বলেন, ‘তিনি কেবল আমাদের প্রিয় খালা ছিলেন না, একজন মহান আমেরিকান লেখক ছিলেন এবং আমরা কখনোই খুব বেশি জানতে পারি না যে তিনি কীভাবে সেই শীর্ষে এসেছিলেন।’ 
লি, যিনি ২০১৬ সালে ৮৯ বছর বয়সে মারা যান। ‘টু কিল আ মকিংবার্ড’-এর পরে কোনো নতুন, পূর্ণদৈর্ঘ্যের বই প্রকাশ করেননি। ২০১৫ সালে তিনি ‘মকিংবার্ড’-এর প্রাথমিক খসড়া ‘গো সেট এ ওয়াচম্যান’-এর মুক্তির অনুমোদন দেন। v

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ ট্রাম্পের

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি। আমি যা বলেছি, তা যদি তোমরা না করো, তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’

জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসার বিষয়টি স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র এত দিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে ‘নরকের পরিণতি ভোগ করতে হবে’। তবে ইসরায়েলকে কী ধরনের সহায়তা পাঠিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দাও এবং যেসব মানুষকে তোমরা হত্যা করেছ, সবার মরদেহ অনতিবিলম্বে ফেরত দাও। অন্যথায় এর দায়ভার তোমাদের বহন করতে হবে।’

হামাস নেতাদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘(হামাস) নেতৃত্বকে বলছি, এখন গাজা ছেড়ে যাওয়ার সময়। এখনো তোমাদের জন্য সুযোগ রয়েছে।’

গাজার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘গাজার লোকজনকে বলছি, সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো। যদি তোমরা এটি করো, তাহলে তোমরা শেষ।’

ট্রাম্প এই প্রথম হামাসকে উদ্দেশ করে এমন হুমকি দেননি। এর আগে গত ডিসেম্বরে তিনি বলেছেন, তাঁর অভিষেকের সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ‘নরকের পরিণতি ভোগ করতে হবে’।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট দেন।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট নিশ্চিত করেছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। আলোচনার আগে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের লেভিট বলেন, যে কাজে যুক্তরাষ্ট্রের জনগণের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হবে, সেই কাজ করায় বিশ্বাসী প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, জিম্মিবিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলারের কাজ হলো যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যেটা যথাযথ, সদিচ্ছা নিয়ে সেই কাজটি করার চেষ্টা করা।

আরও পড়ুনইসরায়েলকে ৩০০ কোটি ডলারের গোলা-বুলডোজার দিচ্ছে যুক্তরাষ্ট্র০১ মার্চ ২০২৫

ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে, কয়েকবার যোগাযোগের পর হামাস ও একজন মার্কিন কর্মকর্তার মধ্যে ‘দুইবার সরাসরি বৈঠক’ হয়েছে।

ইসরায়েল বলছে, গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জনের মতো জীবিত বলে মনে করা হচ্ছে। জিম্মিদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

আরও পড়ুনজিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে ‘রাজি’ হামাস২২ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মহানবী (সা.) এবং এক মদ্যপ
  • ভ্যাটিকানের মানব ভ্রাতৃত্ব সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা
  • মুশফিকের বিদায়টা মাঠ থেকেই হবে: শাহরিয়ার নাফিস
  • ফরিদপুরে কলেজছাত্র হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • আলিসন ও সেজনি: মানব থেকে অতিমানব
  • অর্থ পাচার মামলায় সাজার রায় বাতিল, খালাস পেলেন তারেক-মামুন
  • জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ ট্রাম্পের
  • তারেক-মামুনের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ
  • অর্থপাচার মামলায় তারেক রহমান ও মামুনের আপিলের রায় ৬ মার্চ