অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে ‘মাই মেলবোর্ন’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যানথোলজি সিনেমাটিতে ইন্দ্রনীল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের সন্তান অর্ক দাশ। ছবিটিতে উঠে এসেছে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জীবনের গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, কবির খান, রিমা দাস, ওনিরের মতো ভারতের প্রথম সারির নির্মাতারা। গত বছরের আগস্টে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সিনেমাটির প্রিমিয়ার হয়। ১৪ মার্চ ভারতে মুক্তি পাবে।

চট্টগ্রামের সন্তান অর্ক দাশ ইতিমধ্যে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি অভিনেত্রী নিকোল কিডম্যান, দেব প্যাটেল অভিনীত ‘লায়ন’, ক্রিকেটার ব্র্যাড লি অভিনীত ‘আনইন্ডিয়ান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বলিউড ও হলিউডের মূলধারার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে নতুন সংযোজন ‘মাই মেলবোর্ন’।

সিনেমার দৃশ্যে অর্ক দাশ। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

মারা গেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে মৃত্যুর খবরটি দেওয়া হয়। আজ মঙ্গলবাল সকাল পৌনে সাতটায় অভিনেত্রী মারা যান। প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোনের ছেলে অভিনেতা আর এ রাহুল। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এ অভিনেত্রী মারা গেছেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। অভিনেতা মিশা সওদাগর, নির্মাতা কাজল আরেফিন অমিসহ অনেকেই ফেসবুক পোস্টে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

একাধিক সূত্র অনুযায়ী, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী। দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে আজ মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাঁকে। ভোরে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অভিনেত্রীকে দাফন করা হবে।

গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।

সম্পর্কিত নিবন্ধ