‘ডেয়ারডেভিল: বর্ন এগেইন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
মার্ভেল কমিকসের আলোচিত চরিত্র ডেয়ারডেভিলকে নিয়ে নতুন সিরিজ। বলা যায়, এটি ‘ডেয়ারডেভিল’ সিরিজের নতুন সংস্করণ। সিরিজে ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেছেন চার্লি কক্স। ৪ মার্চ মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম পর্ব। ৯ পর্বের সিরিজটির বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী এপ্রিল পর্যন্ত।
‘নাদানিয়া’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৭ মার্চ
এ সিনেমা দিয়েই সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের বড় পর্দায় অভিষেক হচ্ছে। ধর্মা প্রোডাকশনস প্রযোজিত রোমান্টিক ড্রামাটিতে ইব্রাহিমের নায়িকা খুশি কাপুর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, মহিমা চৌধুরী, দিয়া মির্জা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড য় রড ভ ল
এছাড়াও পড়ুন:
কলকাতায় পর্যালোচনা বৈঠকে যৌথ নদী কমিশন সদস্যরা
গঙ্গার পানি বণ্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতার একটি হোটেলে বৈঠকে বসে দুই দেশের যৌথ কমিটির প্রতিনিধি দল।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা পানি কম পাওয়ার কারণে কী কী সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়ে আলোচনা করেন। পানি কম পেলে কীভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেচ কার্যক্রম ও জীববৈচিত্র্য সংকটে পড়ে এবং সুন্দরবন অঞ্চলে সমস্যা দেখা দেয়– এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন পানি বণ্টন নিয়ে সন্তুষ্টির কথা জানান। তবে প্রবাহ কম থাকার কারণে দুই দেশই পানি কম পাচ্ছে বলে জানান তিনি।
আজ শুক্রবার দ্বিতীয় দফায় যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নদীর পানি-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের পাশাপাশি, বন্যার প্রতিবেদন, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা-সংক্রান্ত দ্বিপক্ষীয় সিদ্ধান্ত আলোচিত হবে বলে জানা গেছে।
গতকালের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে অংশ নেন উপবিভাগীয় প্রকৌশলী মিদরী জাহান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুজ্জামান, কমিশন সদস্য (কারিগরি কমিটি) মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন যৌথ নদী কমিশনের সদস্য ও জলশক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা শরত চন্দ্র, ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে প্রমুখ।
গঙ্গার পানি বণ্টন চুক্তি সই হয় ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর।