Prothomalo:
2025-04-08@01:58:59 GMT

কী দেখবেন, কোথায় দেখবেন

Published: 6th, March 2025 GMT

‘ডেয়ারডেভিল: বর্ন এগেইন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
মার্ভেল কমিকসের আলোচিত চরিত্র ডেয়ারডেভিলকে নিয়ে নতুন সিরিজ। বলা যায়, এটি ‘ডেয়ারডেভিল’ সিরিজের নতুন সংস্করণ। সিরিজে ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেছেন চার্লি কক্স। ৪ মার্চ মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম পর্ব। ৯ পর্বের সিরিজটির বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী এপ্রিল পর্যন্ত।

নাদানিয়া
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৭ মার্চ
এ সিনেমা দিয়েই সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের বড় পর্দায় অভিষেক হচ্ছে। ধর্মা প্রোডাকশনস প্রযোজিত রোমান্টিক ড্রামাটিতে ইব্রাহিমের নায়িকা খুশি কাপুর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, মহিমা চৌধুরী, দিয়া মির্জা।

‘নাদানিয়া’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড য় রড ভ ল

এছাড়াও পড়ুন:

যেসব জায়গায় আজ নামতে পারে বৃষ্টি

চৈত্রের শেষের দিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রার তেজ। এমন অবস্থায় দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আজ মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পর্কিত নিবন্ধ