প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে দুই বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মোবাইল সাংবাদিকতাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া উপস্থিত ছিলেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী ও প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

কর্মশালায় দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২৮ জন ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “মিথ্যা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। তাই সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বড় দায়িত্ব মূল তথ্য তুলে ধরা। সাংবাদিকদের এক চোখ দিয়ে না দেখে বহুচোখে দেখে তথ্য যাচাই করে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে।”

তিনি বলেন, “সাংবাদিক হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। গত ১৫ বছরে সাংবাদিকতাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। সাংবাদিকদের সম্মান ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে “

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল, মক সেশন, ব্যবহারিক ক্লাসসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা বহুমুখী প্ল্যাটফর্মে প্রতিবেদন তৈরি ও পরিবেশনে পারদর্শিতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আগামী ৮ মার্চ পর্যন্ত এ কর্মশালা চলবে।

ঢাকা/তৈয়ব/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প আইব র

এছাড়াও পড়ুন:

গাজায় হামলার প্রতিবাদে ‘তিতুমীরস ভয়েস ফর প্যালেস্টাইন’ কর্মসূচি

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার প্রতিবাদে ‘তিতুমীরস ভয়েস ফর প্যালেস্টাইন’ শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কাজ করা প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার (৭ এপ্রিল) কর্মসূচির অংশ হিসেবে কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং কলেজের মূল ফটকে কালো পতাকা উত্তোলন করা হবে।

গাজাবাসীর উপর চালানো নির্মম গণহত্যার বিরুদ্ধে তারা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হামলা গোটা মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

তিতুমীর ঐক্যের দায়িত্বশীলরা বলেন, আজ ফিলিস্তিন রক্তে রঞ্জিত। আগ্রাসনে শিশুদের আর্তনাদ, মায়েদের কান্না আর ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্নগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

তারা আরো বলেন, প্রতিবাদ শুধু একটি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি বিবেকের জাগরণ। নিরব থাকা এখন আর বিকল্প নয়, এটি নৈতিক বাধ্যবাধকতা। শিক্ষার্থীদের এই মানবিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা/হাফছা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ