মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রদূত ফিল গফকে বরখাস্ত করেছে নিউজিল্যান্ড। তিনি যুক্তরাজ্যে নিউজিল্যান্ডের হাইকমিশনার ছিলেন।

গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার সঙ্গে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির তুলনা করেছিলেন। ৮৭ বছর আগের ওই চুক্তি জার্মান স্বৈরাচার এডলফ হিটলারকে তখনকার চেকস্লোভাকিয়ার কিছু অংশ দখলে নেওয়ার সুযোগ করে দিয়েছিল। খবর বিবিসির।

সেই সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ওই চুক্তির সমালোচনা করেছিলেন। ফিল গফ এ কথা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে চার্চিলের আবক্ষ মূর্তি ফিরিয়ে এনেছেন। কিন্তু আপনারা কি মনে করেন, তিনি সত্যিই ইতিহাস বোঝেন?’ এর জেরে বরখাস্ত করা হয় গফকে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস বলেন, গফের এ মন্তব্য ‘অত্যন্ত অস্বস্তিকর’ এবং তাঁর অবস্থানকে ‘নড়বড়ে করে ফেলেছে’।

সম্প্রতি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ্বিতণ্ডা হয়। এর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহযোগিতা ও পরে গোয়েন্দা তথ্য দেওয়াও বন্ধ করে দেয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ত কর

এছাড়াও পড়ুন:

ঝড়-বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস

চলতি সপ্তাহের পুরোটা জুড়েই ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই বার্তা দিয়ে সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরো পড়ুন:

বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগানের

ফেনীতে কালবৈশাখী-শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে রাত ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ