ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৫ শতাংশ, ভর্তি ২৪ মার্চ
Published: 6th, March 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটভুক্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে।
এ ইউনিটের পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন শিক্ষার্থী, যা শতকরা হার ৯.৮৫ শতাংশ। আগামী ২৪ মার্চ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিট অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। ফলাফল বাতিল করা হয়েছে ১০৮ জন শিক্ষার্থীর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ৩১০ জন। এর মধ্যে মানবিকে ৫ হাজার ৭১৪ জন, বিজ্ঞানে ৪ হাজার ৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭৩৯ জন। শতকরা পাসের হার ৯.
‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা তাদের উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এছাড়া আবেদনকারীরা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DUALSroll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
জনসংযোগ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তি নির্দেশনাও দেওয়া হয়েছে। তিন দফা কার্যক্রম সম্পন্নের পর শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন।
পাস করা ছাত্র/ছাত্রীদের আগামী ২৪ মার্চ বিকেল ৩টা থেকে ১৬ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
গত ২৫ জানুয়ারি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে মানবিকে ১ হাজার ৭০৭, বিজ্ঞানে ৯৪৪ এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩টি আসন বরাদ্দ রয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ য পর ক ষ র ফল ফল ইউন ট
এছাড়াও পড়ুন:
আরাফাত রহমান কোকোর শ্বাশুড়ির মৃত্যুতে আজাদের শোক
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি ও তার স্ত্রী শর্মিলা রহমান সিঁথির মমতাময়ী মা এসইউএফ মুকরেমা রেজা (৭১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এই শোক প্রকাশ করেন এবং তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।
এছাড়াও আরও শোক প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।