আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার
Published: 6th, March 2025 GMT
ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে চলতি মাসে আরও দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ও ২৬ মার্চ বুয়েন্স এইরেসে আর্জেন্টিনার বিপক্ষে। এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) দল ঘোষণা করেছে ব্রাজিল। আর সেই দলে ১৬ মাস পর ফিরেছেন নেইমার দ্য সিলভা জুনিয়র।
নেইমার অবশ্য ব্রাজিলের বিশ্বকাপ বাছাপর্বের প্রথম চার ম্যাচে খেলেছিলেন। সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে অবশ্য ব্রাজিল হেরেছিল এবং নেইমার ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। এরপর ইনজুরির কারণে গেল ১৬ মাসে তার আর সুযোগ হয়নি জাতীয় দলে। অবশেষে আবার ডাক পেলেন তিনি।
যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের ১৮ ম্যাচের ১২টি ইতোমধ্যে খেলে ফেলেছে তারা। ১০ দলের গ্রুপে তারা অবস্থান করছে পঞ্চম স্থানে। অবশ্য সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে সেলেসওরা এগিয়ে আছে পাঁচ পয়েন্টে। কনমেবল অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি জায়গা করে নিবে বিশ্বকাপে।
আরো পড়ুন:
আমাজনের এক শহরে বিশাল সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি
ব্রাজিলের ৬ গোল হজমে শুরু, শিরোপা জয়ে শেষ
নেইমার গেল মাসে বলেছিলেন ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ হবে তার শেষ। সেই পর্যন্ত তার বয়স হবে ৩৪। সাবেক বার্সা তারকা এ পর্যন্ত ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন।
চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে যোগ দিয়ে ১৪ মাস পর গোলও পেয়েছিলেন তিনি। যা ছিল ক্লাবের হয়ে তার ১৩৭তম গোল (২২৯ ম্যাচে)। তার গোলে ভর করে সান্তোস পেয়েছিল ৩-১ ব্যবধানের জয়। সান্তোসের হয়ে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে নেইমার গোল করেছেন ৩টি, অ্যাসিস্ট করেছেন ৩টি এবং ম্যাচসেরা হয়েছেন ৪টি ম্যাচে।
নেইমারের বিষয়ে কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘‘সে সান্তোসে দুটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছে। এর পাশাপাশি, কিছু ম্যাচের শেষের দিকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা ম্যাচগুলো সামনে রেখে তার পারফরম্যান্স নজরদারি করব।’’
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন।
রক্ষণভাগ: ভেন্ডারসন, ওয়েসলি, লিও ওর্টিজ, দানিলো, গ্যাব্রিয়েল মাগালহাস, মারকুইনহোস, মুরিলো ও গিলের্মে আরানা।
মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, গারসন ও জোয়েলিনটন।
আক্রমণভাগ: নেইমার, এসতোভো, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, সাভিনহো ও ম্যাথিউস কুনহা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন ব ছ ইপর ব পর ব র
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ ফাইনালের বিরতিতে থাকবে সুপার বোলের মতো আয়োজন
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের প্রথম ঘটনা হবে সেটি। আর সেই বিশ্বকাপেই প্রথাগত নিয়ম ভেঙে হবে ফাইনাল, যুক্তরাষ্ট্রের এএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচ সুপার বোলের মতো বিরতির সময় হবে বিশেষ অনুষ্ঠান। জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
২০২৬ সালের ১৯ জুলাই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যের টানাপোড়েন নিরসনে বিশ্বকাপের সময় মেটলাইফ স্টেডিয়ামকে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে ডাকা হবে। ফাইনালে প্রথমার্ধ শেষে বিরতির সময় তারকা শিল্পীরা পারফর্ম করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজ ফিফা সভাপতি ইনফান্তিনো লিখেছেন, ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ফাইনালের শো হবে নিউইয়র্কের নিউ জার্সিতে। এটা হবে ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান হবে।’
এ বছর নিউ অরলিন্সে সুপার বোলে মুখোমুখি হয়েছিল ফিলাডেলফিয়া ইগলস ও কানসাস সিটি চিফস। সেদিন বিরতির সময় র্যাপ শিল্পী কেন্ডরিক লামারের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। আশার, রিয়ানা, স্নুপ ডগ ও দ্য উইকেন্ডের পারফরম্যান্সও অনেকের নজর কেড়েছে। মাঠে মঞ্চ সাজাতে ও সরিয়ে কিছুটা সময় লাগায় সর্বশেষ সুপার বোলে ৩০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল।
ফুটবলে সাধারণত দুই অর্ধের মাঝে ১৫ মিনিট বিরতি থাকে। তবে সুপার বোলের মতো ২০২৬ বিশ্বকাপ ফাইনালে বিরতির সময় বাড়ানো হবে কি না, সে ব্যাপারে ফিফার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে ফাইনালের ভেন্যুর পাশাপাশি নিউইয়র্কের টাইমস স্কয়ারেও অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন ইনফান্তিনো। শিল্পীদের তালিকা তৈরি করতে ব্রিটেনের বিখ্যাত রক ব্যান্ড কোল্ড প্লে ফিফাকে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি, ‘ব্রোঞ্জ ফাইনাল (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ) ও ফাইনালের সময় ফিফা কীভাবে টাইমস স্কয়ারের দায়িত্ব নেবে, সে ব্যাপারেও আমরা কথা বলেছি। দুটি দুর্দান্ত ম্যাচ হবে, যেখানে বিশ্বের কয়েকজন সেরা খেলোয়াড় থাকবে। নিউইয়র্ক নগরীর ঐতিহাসিক টাইমস স্কয়ারে উদ্যাপনের ব্যবস্থা করার চেয়ে ভালো আর কী হতে পারে। বিরতির মাঝের এই অনুষ্ঠানে শিল্পীদের তালিকা তৈরিতে সাহায্য করার জন্য কোল্ড প্লের ক্রিস মার্টিন এবং ফিল হার্ভেকে ধন্যবাদ জানাতে চাই।’