জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটিই সালাতুল জুমা বা জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল-কোরআনে ‘জুমা’ (জমায়েত) নামে একটি স্বতন্ত্র সুরা আছে। সেটি ৬২ নম্বর সুরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে। এ-ই তোমাদের জন্য ভালো; যদি তোমরা বোঝো।’ (সুরা জুমা, আয়াত: ৯)
আরও পড়ুনজান্নাত লাভের পথ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় বাতলে দিলেন রাসুল (সা.)১৮ এপ্রিল ২০২৪
জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন। এর পরের আয়াতেই বলা হয়েছে, ‘নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে; যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমা, আয়াত: ১০)। অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটিরুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে।
জুমার নামাজ সম্পর্কে হাদিস জুমার দিনটি এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না। আমলের দিক থেকে আল্লাহ তাআলা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, জুমা তার অন্যতম।
আরও পড়ুনঘুমানোর পূর্বে সুরা মুলক পাঠের গুরুত্ব২০ এপ্রিল ২০২৪হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কোরবানি করল;
দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন একটি গরু কোরবানি করল;
তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং সে যেন একটি ছাগল কোরবানি করল।
অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল, সে যেন একটি মুরগি সদকা করল।
আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল, সে যেন একটি ডিম সদকা করল।
এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়।’ (বুখারি: ৮৮১)
আরও পড়ুনদরুদ শরিফ পড়ার ফজিলত ২১ এপ্রিল ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ন একট র জন য আল ল হ মসজ দ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ১০ মাটি খেকোকে কারাদণ্ড
গাজীপুরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে ১০ জন মাটি খেকোকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর মহানগরের কারখানা বাজার, কড্ডা ব্রিজ, বাইমাইল, কোনাবাড়ি ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মামুনুর রশিদের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ প্রদান করেন। সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে চারটি ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শেখ মামুনুর রশিদ জানান, রাতের আঁধারে ওই সকল এলাকায় ফসলি জমি থেকে অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। রোববার মধ্য রাতের পর এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১০ জনকে হাতেনাতে ধরা হয়। পরে ওই ১০ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, টঙ্গী (রাজস্ব) সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।