কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল পৌনে ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা। তার সহযোগী কোহিনূর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার আবুল খায়েরের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় আটটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তিনি বলেন, “বুধবার (৫ মার্চ) মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় সে জলাশয়ে ঝাঁপ দেয়। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ঢাকা/তারেকুর/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়।’

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি।

এসময় এনসিপির আহ্বায়ক জানান, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে তাদের দল। এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরি আবেদন করা হবে নির্বাচন কমিশনে।

তিনি আরও বলেন, এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা।

এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিয়ের আসরে বসার আগেই প্রাণ গেলো বরের
  • পূর্বাচল তিন’শ ফিট সড়কে চাঁদার দাবিতে সিএনজি চালকদের মারধর, বিক্ষোভ
  • ফতুল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ
  • ফতুল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতে ইসলামীর চাউল বিতরণ 
  • সিদ্ধিরগঞ্জে মসজিদে হামলা-ভাঙচুর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
  • হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০
  • কালাবদর নদীতে কোস্টগার্ডের অভিযান: জেলে নিহত, পাল্টাপাল্টি অভিযোগ
  • কালাবদরে কোস্টগার্ডের অভিযান: জেলে নিহত, পাল্টাপাল্টি অভিযোগ
  • নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম