পারভেজের সেঞ্চুরি ও লিটন ফ্লপ, আবাহনীর জয়
Published: 6th, March 2025 GMT
জয়ে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) আবাহনী হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। তাদের জয়ের নায়ক ওপেনার পারভেজ হোসেন ইমন।
বাঁহাতি ব্যাটসম্যান ১২৬ রানের নজরকাড়া ইনিংস খেলেন। তার সেঞ্চুরির ওপর ভর করে আবাহনী ৬ উইকেটে ৩২৩ রান করে। জবাব দিতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব রাকিবুল হাসানের স্পিনে পরাস্ত হয়ে ১৬১ রানে গুটিয়ে যায়। ১৬২ রানের বিশাল জয় পায় লিগের বর্তমান শিরোপাধারীরা।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে আবাহনীতে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ ও জিসান। ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। জিসান ৩৪ রানে ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে ৯ রানে আজিজুল হাকিম তামিমের বলে বোল্ড হন। সেখান থেকে মোহাম্মদ মিঠুন ও পারভেজ জুটি বেঁধে দলের রান নিয়ে যান চূঁড়ায়।
আরো পড়ুন:
৩২ বলে ৭৮ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে আলাউদ্দিন জেতালেন পারটেক্সকে
মুশফিকময় দিনে অঙ্কনের ফিফটি, হৃদয়ের ঝড়
১৭১ রানের জুটি গড়ার পথে দুজন পেয়েছেন ফিফটির স্বাদ। পারভেজ সেঞ্চুরি তুলে নিতে পারলেও মিঠুন আটকে যান ৭২ রানে। ৬৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় মিঠুন ইনিংসটি খেলেন। পারভেজ ১২৪ বলে করেন ১২৬ রান। ৯ চার ও ৮ ছক্কায় সাজান তার ইনিংসটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
আবাহনীর ইনিংসের শেষটা দারুণ করেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহফুজুর রাব্বী। মোসাদ্দেক ২৮ বলে ৩৫ রান করেন ৩ চারে। মাহফুজুর ১৪ বলে ২৮ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। বল হাতে গুলশানের হয়ে ৬৫ রানে ৩ উইকেট নেন আসাদুজ্জামান পায়েল। ২ উইকেট পেয়েছেন আজিজুল হাকিম তামিম।
জবাব দিতে নেমে গুলশানের ভরসা ছিলেন লিটন দাস। কিন্তু রান পাননি ডানহাতি ওপেনার। ২১ বলে ১ ছক্কায় ১৪ রান করে বিদায় নেন। স্পিনার রাকিবুলের বলে রাব্বীর হাতে ক্যাচ দেন। আরেক ওপেনার জাওয়াদ আবরার ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে রাখেন অবদান। তিনে নেমে খালিদ হাসান দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন। বাকিরা এই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। তাতে বড় পরাজয়কে সঙ্গী করে গুলশান। আগের ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া ইফতিখার হোসেন ইফতি এই ম্যাচে ১৪ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে নিহাদুজ্জামানের ৩৫ রানে পরাজয়ের ব্যবধান কমায় গুলশান।
স্পিনার রাকিবুল ৪০ রানে ৪ উইকেট পেয়েছেন। ৩ উইকেট নেন পেসার মৃত্যুঞ্জয়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা কিনছে না হাটন ন্যাশনাল ব্যাংক
পাকিস্তানি প্রতিষ্ঠান ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা কিনতে চেয়েছিল শ্রীলঙ্কার হাটন ন্যাশনাল ব্যাংক। এ লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হাটন ন্যাশনাল ব্যাংককে আল ফালাহর বাংলাদেশ শাখা কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদন দিয়েছিল।
কিন্তু হাটন ন্যাশনাল ব্যাংক শেষমেশ মতি পরিবর্তন করেছে। এখন আর তারা এই ব্যাংক অধিগ্রহণের পথে হাঁটছে না। হাটন ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ২ এপ্রিলের পরিচালনা পর্ষদের বৈঠকে ঠিক হয়েছে, ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা কেনা হবে না।
সংবাদে বলা হয়েছে, গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হাটন ন্যাশনাল ব্যাংকের নিরীক্ষা কার্যক্রমে সহায়তা করতে ব্যাংক আল ফালাহকে নীতিগত অনুমোদন দেয়।
ব্যাংক আল ফালাহ অবশ্য আগেই জানিয়েছিল, হাটন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আলোচনার অনুমোদন দেওয়ার আগে ব্যাংক এশিয়ার সঙ্গেও আলোচনার অনুমিত দেয় বাংলাদেশ ব্যাংক। সেই আলোচনা চলমান থাকতেই হাটন ন্যাশনাল ব্যাংককেও অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। হাটন ন্যাশনাল ব্যাংক এই প্রক্রিয়া থেকে সরে যাওয়ায় এখন ব্যাংক এশিয়ার জন্য দ্বার খোলা আছে।
জানা যায়, ২০২৩ সাল থেকে ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশের কার্যক্রম বিক্রির জন্য উপযুক্ত ক্রেতা খুঁজছিল। এ জন্য তারা অবশ্য টেন্ডার আহ্বান করেনি। ব্যাংক এশিয়ার সঙ্গে এ নিয়ে নানা পর্যায়ে আলোচন হয়েছে। বনিবনা হওয়ায় গত বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বার্তায় তাদের বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রির ঘোষণা দেয়।
এরপর দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো এতে সায় দেয়। ব্যাংক এশিয়ার প্রস্তাবের আলোকে পিডব্লিউসি বাংলাদেশকে দিয়ে পুরো কার্যক্রম সম্পন্ন করার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আবার যুক্ত হয়ে যায় হাটন ন্যাশনাল ব্যাংক। এবার তারা সেই প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল।