শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, জরিমানা
Published: 6th, March 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল,মোটরসাইকেল অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানায়, উচ্ছেদ অভিযানকালে নয়তলা বিশিষ্ট সমবায় অফিসের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লা ভিস্তা রেস্টুরেন্ট ফুটপাথ পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়।
একইসাথে ৪ টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৬ জন ব্যক্তিকে ৬ টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সংস্কার কমিশনে যারা আছেন প্রত্যেকেই একেকজন তসলিমা নাসরিন : মামুনুল হক
বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, সংস্কার কমিশনে যারা আছেন প্রত্যেকেই একেকজন তসলিমা নাসরিন। এই প্রস্তাবনা বাতিল করলেই হবে না। কমিশন বাতিল করতে হবে। তারা আল্লাহর কুরআনকে সরাসরি কটাক্ষ করেছে।
এই ধরনের কটাক্ষকারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একজনও যেন বাংলাদেশে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, নারী কমিশন তাদের প্রস্তবনায় বলেছে নারী অধিকারের ক্ষেত্রে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে কুরআন হলো প্রতিবন্ধক ধর্মীয় আইন হলো প্রতিবন্ধক। তারা চাচ্ছে উত্তরাধিকার এবং পারিবারিক আইনের ক্ষেত্রে সকল ধর্মের অভিন্ন আইন প্রণয়ন করা। অর্থ্যাৎ এক আইন অনুযায়ী সকল ধর্মের লোকদের বিয়ে হবে।
তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের অনেক জায়গায় যেখানে ধর্মের কোনো বালাই নাই। তারা বাংলাদেশেও এটা চাচ্ছে যাতে বিয়ের ক্ষেত্রে ধর্মের কোনো আইন প্রয়োজন পড়বে না। তারা বাংলাদেশের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়।
পশ্চিমা বিশ্বের মতো লাগামহীন জীবন আচার চলবে। নারী পুরুষের বৈবাহিক বন্ধনের প্রয়োজন হবে না। যখন যার ইচ্ছা তার সাথে সাথে থাকবে। তারা এই মিশন নিয়ে নামছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের জিহাদীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।