মুশফিকের বিদায়টা মাঠ থেকেই হবে: শাহরিয়ার নাফিস
Published: 6th, March 2025 GMT
আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের পথচলা একই সময়ে। টি-টোয়েন্টি অভিষেক হয়েছে একই সঙ্গে। টেস্ট-ওয়ানডেতে আগে-পরে। সেই শাহরিয়ার নাফিস যখন ব্যাট-বল ছেড়ে পুরোদস্তুর ক্রিকেট কর্তা সেখানে মুশফিকুর রহিমের বাস এখনো বাইশ গজেই।
টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। এবার একই কায়দায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুশফিক ইতি টানলেন ওয়ানডে ক্রিকেটের। ২০০৫ থেকে ২০২৪! মাঝে কেটে গেছে ১৯ বছর। দেশের ক্রিকেটে অনেক উত্থান-পতন হলেও মুশফিক ছিলেন তার কাজে অটল।
সেই মুশফিকের বিদায় কি এক স্ট্যাটাসেই লেখা হয়ে থাকবে? বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক, মুশফিককে যিনি দেখে এসেছেন শুরু থেকে, একসঙ্গে খেলছেন দীর্ঘদিন সেই শাহরিয়ার নাফিসকে প্রশ্ন করতেই উত্তর মিলল, যেহেতু মুশফিক এখনো টেস্টের অন্যতম সদস্য তার বিদায়টা মাঠ থেকেই হবে!
আরো পড়ুন:
পরিসংখ্যান ও রেকর্ডের পাতায় মুশফিক
‘পরিশ্রমে কেউ মুশফিকের কাছাকাছি যেতে পারলেও অনেক ভালো করবে’
“প্রথমত বিদায়, বিদায়ই। সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক বা মাঠের থেকে হোক।”
“মাঠ থেকে নিতে পারলে কি হয়, দর্শকের মাঝে থাকে, একটু সেলিব্রেটেড হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে মুশফিকুর রহিম বাংলাদেশ টেস্ট টিমের এখনো গুরুত্বপূর্ণ একজন সদস্য। ও একটা ফরম্যাট ছেড়ে দিয়েছে, জাতীয় দলের খেলাতো ছাড়েনি। হয়তো ওর বিদায়টা মাঠ থেকেই হবে” -যোগ করেন শাহরিয়ার নাফিস।
সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও লাল বলে মুশফিক চালিয়ে যাবেন খেলা। শত টেস্ট খেলার জন্য আহ্বান করেছেন বন্ধু তামিম ইকবালও। নাফিসে মতে সাদা পোশাকে মুশফিকের বিদায়টা হবে রঙিন, বর্ণিল।
“ব্যাপারাটা তো এরকম না তিন ফরম্যাট খেলবে দেখে তিনবারই মাঠ থেকে বিদায় নিতে হবে। সে এখনো বাংলাদেশ জাতীয় দলের অংশ। সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবে তখন সেই সুযোগটা সে গ্রহণ করবে।”
ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মুশফিক কখন থামবেন এই নিয়ে ২০২৩ বিশ্বকাপ থেকেই চলছিল আলোচনা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স এই আলোচনাকে তুঙ্গে তুলে দেয়। দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রাম নিয়ে অবশেষে জানিয়ে দেন রঙিন জার্সি তুলে রাখার কথা।
নাফিস বলেন, “মুশফিক এমন একজন ক্রিকেটার খেলা ছাড়া অন্য কিছু চিন্তা করতে চায় না। ও যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল স্বাভাবিকভাবে অন্য কিছু চিন্তা করে যায় নাই। ও হয়তো ভেবেছে, আমি যদি এখন বিদায় নিয়ে চিন্তা করি খেলার মধ্যে শতভাগ ফোকাস করতে পারবো না। ভালো হবে টুর্নামেন্টটা শেষ করে আসি, তার পরে চিন্তা করি।”
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোশাররফ-তানিয়ার ‘খুচরা পাপী’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছোটপর্দার পাশাপশি বড়পর্দায়ও বাজিমাত করেন এই অভিনেতা। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের অনেকেই। তাদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। এবার ‘খুচরা পাপী’ শিরোনামের নাটকে অভিনয় করলেন তারা। জুয়েল এলিন রচিত নাটকটির কাহিনি ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল ফিতরে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন এই নির্মাতা।
দীর্ঘ বিরতির পর জিয়াউদ্দিনের নির্দেশনায় কাজ করলেন মোশাররফ করিম। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম আলম আগের চেয়ে অনেক গোছানো। কাজটা বেশ ভালোই বুঝে। তার গল্প নির্বাচনটাও ভালো।”
আরো পড়ুন:
এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর হতে পারে না: ফারিয়া
ফের একসঙ্গে তারা
সহশিল্পী তানিয়া বৃষ্টির প্রশংসা করে মোশাররফ করিম বলেন, “তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবি একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেওয়ার চেষ্টা করে। আশা করছি, ‘খুচরা পাপী’ নাটকটি দর্শককে মুগ্ধ করবে।”
তানিয়া বৃষ্টির কাছে মোশাররফ করিম অভিনয়ের ‘পাঠশালা’। এ অভিনেত্রীর ভাষায়, “মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি, ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গোছানো একজন পরিচালক। কাজটি নিয়ে খুবই আশাবাদী।”
‘খুচরা পাপী’ নাটকে আরো অভিনয় করেছেন— হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত