জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ‘সাবা’। ছবির পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘ওসাকায় সিনেমার তিনটি প্রদর্শনী হবে। উৎসবে আমি অংশগ্রহণ করব।’ উৎসব শুরু হবে ১৪ মার্চ, চলবে ২৩ মার্চ পর্যন্ত।
বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনাল ট্যালেন্টসে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মাকসুদ হোসাইন। এবার জাপানের উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন।

এই পরিচালক বলেন, ‘“সাবা” প্রদর্শনের পাশাপাশি উৎসবে আমাকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে আমার সিনেমার ক্যারিয়ার, পরিচালনায় আসা, “সাবা” সিনেমা নির্মাণের জার্নিসহ চলচ্চিত্রের নানা প্রসঙ্গে আলোচনা হবে।’

‘সাবা’র মুক্তির খবরও দিলেন পরিচালক। জানালেন, আগামী জুনে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান তাঁরা। তিনি বলেন, ‘গত বছর আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সরে আসি। ভেবেছিলাম, দুই ঈদের মাঝামাঝি সময়ে দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’

‘সাবা’র গল্পের কেন্দ্রে আছে দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা।

আরও পড়ুনসুইডেনে যাচ্ছে ‘সাবা’, দেশে কবে আসছে০৯ জানুয়ারি ২০২৫

কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি নিয়েই এগিয়ে যাবে গল্প। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ে হয়েছেন মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত

পাহাড়ের প্রধান সামজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই ও চাংক্রান পাতা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলী খেলা। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত বলী খেলায় ছোট, মাঝারি ও বড় এই তিন বিভাগে প্রায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন। বলী খেলা দেখতে রাঙামাটির বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন স্টেডিয়ামের গ্যালারিতে।

প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলার বাবু মারমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় একই জেলার সৃজন চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। এতে উপস্থিত ছিলেন রাঙামাটির প্রাক্তন সাংসদ ঊষাতন তালুকদার, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উ অংচিংনু মারমা।

আগামীকাল শনিবার (১২ এপ্রিল) সকালে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ের প্রধান সামাজিক এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

ঢাকা/শংকর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় বিজু উৎসবে উচ্ছ্বাস
  • ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব, সুন্দর পৃথিবীর প্রার্থনা
  • নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ উৎসব শুরু
  • টুয়েলভ এর বৈশাখী সংগ্রহ
  • এখনও পুরনো যেসব রীতিতে চৈত্রসংক্রান্তি পালন করেন রংপুরের মানুষ
  • এখনও পুরনো রীতিতে চৈত্রসংক্রান্তি পালন করেন রংপুরের মানুষ
  • চৈত্রসংক্রান্তি বর্ষবিদায় উৎসব
  • গ্যাগারিন বিজ্ঞান উৎসবে রকেট মডেল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত
  • খাগড়াছড়িতে বৈসু’র বর্ণিল শোভাযাত্রা