সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ
Published: 6th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ফাঁকা গুলি করা হয় ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে আদমজী ইপিজেডের পুরাতন থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইপিজেডের ইউনিভার্সেল নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান ও রুহুল আমিন নামের এক বিএনপি নেতার সহযোগীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে রুহুল আমিনের সহযোগীরা ইপিজেডের ভেতরে ছাত্রদল নেতা রাকিবুর রহমানের সহযোগীদের মারধর ও ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে আহত করেন। ওই ঘটনার জেরে আজ বিকেলে আদমজী ইপিজেডের পুরাতন থানার সামনে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
ছাত্রদলের সাবেক নেতা রাকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে বিকেলে আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের অনুসারী রুহুল, সাজ্জাদ, পাকনা বাবুর নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। তাঁদের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। তাঁদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। তাঁদের লোকজনের ওপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও মুঠোফোন বন্ধ থাকায় রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম প্রথম আলোকে বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা আগে হয়ে থাকতে পারে। পুলিশ যাওয়ার পর গুলির ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঝ ট ব যবস র সহয গ র রহম ন স ঘর ষ র ঘটন
এছাড়াও পড়ুন:
নিপীড়িত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে : জব্বার
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, এই দুনিয়াতেই আমাদের সমস্ত কিছু শেষ নয়। সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে যত বেশি সম্ভব নিজেকে বিলিয়ে দিতে হবে।
এছাড়াও আমাদের মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের মুক্তিই আমাদের একমাত্র লক্ষ হওয়া উচিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিনের (১ ও ৭ নং ওয়ার্ড) এর ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৩ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে নায়েবে আমির আবদুুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা সেক্রেটারি সাদ আহমেদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।