নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ট্রাম্পও রয়েছেন
Published: 6th, March 2025 GMT
চলতি বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। রাজনীতিবিদরা জানিয়েছেন যে তারা এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রেখেছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।
নোবেল আইন অনুসারে, মনোনীত প্রার্থীদের পরিচয় ৫০ বছর ধরে গোপন রাখা হয়।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মোট ৩৩৮টি মনোনয়নের মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান রয়েছে।
এই সংখ্যা আগের বছরের ২৮৬টি মনোনয়নের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে ২০১৬ সালে রেকর্ড ৩৭৬টি মনোনয়নের চেয়ে অনেক কম।
নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের সম্পর্কে সসবময়েই মুখ বন্ধ রাখে। তবুও মনোনয়নের যোগ্য ব্যক্তিরা - বিশ্বের যেকোনো দেশের সাবেক বিজয়ী, আইন প্রণেতা ও মন্ত্রী এবং কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক - তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে স্বাধীন।
সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন, তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। ‘এর চেয়ে বেশি আর কেউ যোগ্য নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।
পরে মার্কিন গণমাধ্যম ইসার কার্যালয়ের বরাত দিয়ে বলেছে যে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি তাকে এই মনোনয়নে অনুপ্রাণিত করেছে।
ইউক্রেনীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো নভেম্বরে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। নির্বাচনে সদ্য জয় পাওয়া ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করাটাই ছিল তার উদ্দেশ্য।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র র জন য ম মন ন ত
এছাড়াও পড়ুন:
তৃতীয় পক্ষের অ্যাপে মোবাইল প্যাকেজ ওভার চার্জিং
বিকাশের মতো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে উচ্চ মূল্যে মোবাইল ইন্টারনেট প্যাকেজ বিক্রির অভিযোগ এসেছে। ‘মোবাইল প্যাকেজ ওভার চার্জিং: এ কল ফর রেগুলেটরি অডিট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন’ শীর্ষক প্রতিবেদনে মোবাইল অপারেটর অ্যাপে তালিকাভুক্ত দাম এবং বাহ্যিক চ্যানেলের মাধ্যমে চার্জ করা মূল্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজগুলো অনুমোদিত মূল্যের চেয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ বেশি হারে বিক্রি হয়েছিল। মোবাইল অপারেটরের নিজস্ব অ্যাপে ৩০ দিনের ৪৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৯৭ টাকা, কিন্তু একই প্যাকটি বিকাশের মাধ্যমে ৫৯৮ টাকায় বিক্রি হয়েছে, যা ২০ শতাংশ বৃদ্ধি।
১৯৮ টাকায় তালিকাভুক্ত একটি ৭ দিনের ২৫ জিবি প্যাক বিকাশের মাধ্যমে একই দামে ২০ জিবি প্যাক হিসাবে বিক্রি হয়েছিল, যা ৮০ শতাংশ ওভারচার্জ।
২২৭ টাকা মূল্যের একটি সাত দিনের ৪০ জিবি প্যাক বিকাশে একই মূল্যের জন্য ৩৫ জিবি কমিয়ে দেওয়া হয়েছে, যা ভিত্তি মূল্যের তুলনায় ৭০ শতাংশ বৃদ্ধি।
৭ দিনের ১০ জিবি এবং ৩-দিনের ৫ জিবি বিকল্পগুলোসহ অন্যান্য প্যাকেজগুলোও ৫৫ শতাংশ থেকে ৫৮ শতাংশ অতিরিক্ত চার্জে বিক্রি হয়েছে।
ফয়েজ আহমেদ লেখেন, বিটিআরসিতে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের অধীনে একটি সুষ্পষ্ট প্রাইসিং রেগুলেশন রয়েছে। তার তোয়াক্কা না করে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত প্রাক্কলন অতিরিক্ত মূল্য আদায় গ্রাহকস্বার্থ ও রাষ্ট্রের সার্বিক স্বার্থবিরোধী বলেই বিবেচিত হওয়া উচিত। বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের রেগুলেটরি শাস্তির মুখোমুখি করা দরকার বলে।