চলতি বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। রাজনীতিবিদরা জানিয়েছেন যে তারা এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রেখেছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।

নোবেল আইন অনুসারে, মনোনীত প্রার্থীদের পরিচয় ৫০ বছর ধরে গোপন রাখা হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মোট ৩৩৮টি মনোনয়নের মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান রয়েছে।

এই সংখ্যা আগের বছরের ২৮৬টি মনোনয়নের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে ২০১৬ সালে রেকর্ড ৩৭৬টি মনোনয়নের চেয়ে অনেক কম।

নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের সম্পর্কে সসবময়েই মুখ বন্ধ রাখে। তবুও মনোনয়নের যোগ্য ব্যক্তিরা - বিশ্বের যেকোনো দেশের সাবেক বিজয়ী, আইন প্রণেতা ও মন্ত্রী এবং কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক - তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে স্বাধীন।

সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন, তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। ‘এর চেয়ে বেশি আর কেউ যোগ্য নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

পরে মার্কিন গণমাধ্যম ইসার কার্যালয়ের বরাত দিয়ে বলেছে যে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি তাকে এই মনোনয়নে অনুপ্রাণিত করেছে।

ইউক্রেনীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো নভেম্বরে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। নির্বাচনে সদ্য জয় পাওয়া ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করাটাই ছিল তার উদ্দেশ্য।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র র জন য ম মন ন ত

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

রূপগঞ্জের চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চনপাড়া পূর্নবাস কেন্দ্রের ১নম্বর ওয়ার্ডের কিনাইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া ও খালেকের ছেলে মনির হোসেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত  আলী জানান, রোববার রাত ৩ টার দিকে রূপগঞ্জে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নদীতে পথে চলাচলরত জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে।

উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য সোহেল, চান মিয়া ও মনির হোসেনকে গ্রেপ্তার করে।  

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এসময় জব্দ করা হয় বিভিন্ন সময়ে লুট হওয়া বেশ কয়েকটি ব্যাটারী।
 

সম্পর্কিত নিবন্ধ