ছাত্রী হেনস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনার তদন্তে সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নারী উত্ত্যক্তকারীর জামিন: আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

তিন সদস্যের তদন্ত কমিটিতে আরও রয়েছেন- সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান। তাদের দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, “তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী, অভিযুক্তসহ সবার সঙ্গে কথা বলবে। প্রকৃত ঘটনা উদঘাটন করতে যা যা করার, তা করবে। তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তদন্ত চলাকালে অভিযুক্ত চাকরিতে থাকতে পারবে না।”

এদিকে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানিয়েছেন, তারা যাবতীয় ঘটনার বিশ্লেষণ করা শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ খানকে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি জানান, ফেসবুকে ছড়িয়েছে যে, ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় এলাকায় হেনস্তা করার ঘটনায় ওই নারী শিক্ষার্থীর করা মামলা প্রত্যাহার করতে তাকে অনুরোধ বা চাপ প্রয়োগ করেছেন। এ তথ্যটি ভুল, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছড়ানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডি বুধবার থেকে শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে হেনস্তাকারীকে তাৎক্ষণিক থানায় প্রেরণ করেছে এবং মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছে বলেও জানান তিনি।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সহক র

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় সিনেমা বানাচ্ছেন চট্টগ্রামের অর্ক

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে ‘মাই মেলবোর্ন’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যানথোলজি সিনেমাটিতে ইন্দ্রনীল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের সন্তান অর্ক দাশ। ছবিটিতে উঠে এসেছে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জীবনের গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, কবির খান, রিমা দাস, ওনিরের মতো ভারতের প্রথম সারির নির্মাতারা। গত বছরের আগস্টে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সিনেমাটির প্রিমিয়ার হয়। ১৪ মার্চ ভারতে মুক্তি পাবে।

চট্টগ্রামের সন্তান অর্ক দাশ ইতিমধ্যে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি অভিনেত্রী নিকোল কিডম্যান, দেব প্যাটেল অভিনীত ‘লায়ন’, ক্রিকেটার ব্র্যাড লি অভিনীত ‘আনইন্ডিয়ান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বলিউড ও হলিউডের মূলধারার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে নতুন সংযোজন ‘মাই মেলবোর্ন’।

সিনেমার দৃশ্যে অর্ক দাশ। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ