রূপগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার
Published: 6th, March 2025 GMT
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে নুরুল আমিন ওরফে বাবু (২৫) ও টঙ্গীরঘাট এলাকা থেকে মিজানুর রহমান (২২) কে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে উপজেলার মুড়াপাড়া ও তার আশপাশের এলাকায় অবাদে মাদক বিক্রি করতো।
জানা গেছে, উপজেলার ব্রাহ্মণগাঁও দেওয়ানবাড়ী এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে নুরুল আমিন বাবু এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত ছিল। টঙ্গীরঘাট এলাকার মিলন মিয়ার ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রিসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিজানুর রহমান ও নুরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে।
এদিকে মাদক কারবারি বাবু ও মিজানকে গ্রেপ্তার করায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম ও আবুল কালাম আজাদ জানান, মিজানুর রহমান ও নুরুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, মাদক বিক্রিসহ নানান অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৩দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নর্ডিক সাহিত্য পুরস্কারের মনোনয়ন
এ বছর মনোনীত ১৪টি রচনা বিভিন্ন বৈশিষ্ট্যে চিহ্নিত হয়েছে, যার সবক’টিই মানুষ হওয়ার অর্থ কী– তা ঘিরে আবর্তিত; যা এমন একটি জগতের সামনে উন্মুক্ত, যেখানে সহানুভূতির সম্ভাবনা এবং সীমাবদ্ধতা পরীক্ষিত হয়।
নর্ডিক কাউন্সিল সাহিত্য পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হবে ২১ অক্টোবর। ২৮ অক্টোবর স্টকহোমে নর্ডিক কাউন্সিলের অধিবেশনে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের আর্থিক মূল্য ৩ লাখ ডেনিশ ক্রোনা। ডেনমার্ক থেকে ম্যাডাম নিলসেনের উপন্যাস ‘ডডেবগসব্লেড’ এবং থমাস বোবার্গের উপন্যাস ‘ইনসুলা’, ফিনল্যান্ডে অনু কাজার উপন্যাস ‘রুসেটি’ এবং মিলজা সারকোলার ‘মিন সাইকিয়েটার’, ফ্যারো দ্বীপপুঞ্জ থেকে ভনবজর্ট ভ্যাংয়ের কবিতাগ্রন্থ ‘সোয়াট অর্কিড’, গ্রিনল্যান্ডের লিসাথে মোলারের উপন্যাস ‘কামারঙ্গুপ তারতুল্লু আকিসুগুনেরি’, আইসল্যান্ডের ইরিকুর অর্ন নর্ডডাহলের উপন্যাস ‘নকটুরোলো মাউলিন’, নরওয়ে থেকে জোহান হার্স্ট্যাডের উপন্যাস ‘আন্ডার ব্রোস্টেইনেন’ এবং আর্নে লিগ্রের নাট্যগ্রন্থ ‘আমি স্টেড’, সামি ভাষা এলাকা থেকে জালভি নিলাস হোলমবার্গের গ্রন্থ ‘ গোটনেল’, সুইডেন থেকে লোটা লোটাসের কবিতা সংকলন ‘রুবিকন/ইসসাস/ট্রয়’ ও আন্দ্রেজ টিচির উপন্যাস ‘হ্যানডেলসেবোকেন’ এবং আল্যান্ড থেকে ক্যারিনা কার্লসনের কবিতা সংকলন ‘মার্কোনিরুমেট’ মনোনীত হয়েছে সম্মানজনক এ পুরস্কারের জন্য। ১৯৬২ সালে যাত্রা শুরু হয় নর্ডিক কাউন্সিল সাহিত্য পুরস্কারের। উচ্চ সাহিত্যিক ও শৈল্পিক মানসম্পন্ন লেখার জন্য এ পুরস্কার পান লেখক। নর্ডিক ভাষায় লেখা সাহিত্যকর্ম, যেমন– উপন্যাস, নাটক, কবিতা সংগ্রহ অথবা ছোটগল্প বা প্রবন্ধের সংকলনকে দেওয়া হয় এ পুরস্কার। নর্ডিক কাউন্সিলের পাঁচটি পুরস্কারের উদ্দেশ্য হলো নর্ডিক সাংস্কৃতিক সম্প্রদায় এবং পরিবেশের ওপর নর্ডিক সহযোগিতার প্রতি আগ্রহ বৃদ্ধি করা। একই সঙ্গে অসামান্য শৈল্পিক ও পরিবেশগত প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া। নর্ডিক সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে আগ্রহ তৈরির জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে।